জামালপুর প্রতিনিধি

নির্মাণের ৪২ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে। শহরের দড়িপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এ টার্মিনালটি এখন জরাজীর্ণ ও পরিত্যক্ত জায়গার মতো দেখায়।
টার্মিনাল ভবনের অবস্থাও করুণ। দেয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়ছে—সব মিলিয়ে যাত্রীদের মধ্যে সব সময় দুর্ঘটনার আশঙ্কা। নেই কোনো যাত্রীছাউনি, বিশ্রামাগার, খাবারের হোটেল কিংবা টয়লেট। টার্মিনাল এলাকাজুড়ে কাদামাটি আর আবর্জনায় ভরা। যদিও জেলা পরিষদ জানিয়েছে, টার্মিনাল উন্নয়নে প্রকল্প পাঠানো হয়েছে।
জামালপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন গন্তব্যে সড়কপথে যাতায়াতের একমাত্র ভরসা এই বাস টার্মিনাল। এখান থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোলসহ ময়মনসিংহ রুটে বাস চলাচল করে। কিন্তু টার্মিনালের নোংরা পরিবেশ ও ভঙ্গুর অবকাঠামোর কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
চালক ও যাত্রীরা জানান, টার্মিনালের ভেতরে প্রবেশ করা কঠিন। রাস্তায় দাঁড়িয়েই গাড়িতে উঠতে হয়। টার্মিনালের ভেতরে পানি, কাদা ও আবর্জনায় চলাচল প্রায় অসম্ভব। নেই কোনো টয়লেট বা খাবারের দোকান। চালক ও শ্রমিকদের থাকার ব্যবস্থা নেই। ঝড়-বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মতো কোনো ছাউনিও নেই।
চালক ফরমান খান বলেন, ‘বাংলাদেশে এমন নোংরা বাস টার্মিনাল আর কোথাও দেখিনি। গাড়ি থেকে নেমে বিশ্রামের কোনো সুযোগ নেই। গোসলের ব্যবস্থা, খাবার—কিছুই নেই। পুরো টার্মিনালই জরাজীর্ণ। এই কারণে অনেক যাত্রী আসতেই চায় না।’
শ্রমিক জনি বলেন, ‘দেশের অনেক জেলায় যাই। সব টার্মিনালেই খাবারের ব্যবস্থা থাকে। জামালপুরে আসলে মনে হয় ময়লা-আবর্জনার মধ্যে চলে এসেছি। আগের সরকার অনেক কিছু উন্নয়ন করেছে, কিন্তু এই টার্মিনালের কোনো উন্নয়ন হয়নি। অথচ এটি জেলার একমাত্র বাস টার্মিনাল। দ্রুত উন্নয়ন প্রয়োজন।’

এক নারী যাত্রী বলেন, ‘পরিস্থিতি খুব খারাপ। গাড়ি থেকে নামতে পারি না। টয়লেট নেই। বাচ্চাকাচ্চা নিয়ে নামতে হলে অনেক কষ্ট হয়। টার্মিনালে কাদা থাকার কারণে বাস ঢুকেও না। খাবার বা থাকার কোনো ব্যবস্থাও নেই।’
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে টার্মিনালের কোনো কাজ হয়নি। তাই অবস্থা খুবই খারাপ। ২০২৪-২৫ অর্থবছরে আমরা ৮০ লাখ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছি। প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা বড় প্রকল্প হিসেবে এটিকে প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠিয়েছে। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করব।’

জানা গেছে, জাতীয় পার্টির সরকার ক্ষমতায় থাকাকালে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান রেজা খান ১৯৮৩ সালে টার্মিনালটি নির্মাণ করেন। ২ একর ৮৮ শতাংশ জমির ওপর একতলা ভবন নির্মাণে ব্যয় হয়েছিল ১২ লাখ ৫০ হাজার টাকা।

নির্মাণের ৪২ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে। শহরের দড়িপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এ টার্মিনালটি এখন জরাজীর্ণ ও পরিত্যক্ত জায়গার মতো দেখায়।
টার্মিনাল ভবনের অবস্থাও করুণ। দেয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়ছে—সব মিলিয়ে যাত্রীদের মধ্যে সব সময় দুর্ঘটনার আশঙ্কা। নেই কোনো যাত্রীছাউনি, বিশ্রামাগার, খাবারের হোটেল কিংবা টয়লেট। টার্মিনাল এলাকাজুড়ে কাদামাটি আর আবর্জনায় ভরা। যদিও জেলা পরিষদ জানিয়েছে, টার্মিনাল উন্নয়নে প্রকল্প পাঠানো হয়েছে।
জামালপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন গন্তব্যে সড়কপথে যাতায়াতের একমাত্র ভরসা এই বাস টার্মিনাল। এখান থেকে প্রতিদিন টাঙ্গাইল, ঢাকা, বগুড়া, পাবনা, বেনাপোলসহ ময়মনসিংহ রুটে বাস চলাচল করে। কিন্তু টার্মিনালের নোংরা পরিবেশ ও ভঙ্গুর অবকাঠামোর কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
চালক ও যাত্রীরা জানান, টার্মিনালের ভেতরে প্রবেশ করা কঠিন। রাস্তায় দাঁড়িয়েই গাড়িতে উঠতে হয়। টার্মিনালের ভেতরে পানি, কাদা ও আবর্জনায় চলাচল প্রায় অসম্ভব। নেই কোনো টয়লেট বা খাবারের দোকান। চালক ও শ্রমিকদের থাকার ব্যবস্থা নেই। ঝড়-বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মতো কোনো ছাউনিও নেই।
চালক ফরমান খান বলেন, ‘বাংলাদেশে এমন নোংরা বাস টার্মিনাল আর কোথাও দেখিনি। গাড়ি থেকে নেমে বিশ্রামের কোনো সুযোগ নেই। গোসলের ব্যবস্থা, খাবার—কিছুই নেই। পুরো টার্মিনালই জরাজীর্ণ। এই কারণে অনেক যাত্রী আসতেই চায় না।’
শ্রমিক জনি বলেন, ‘দেশের অনেক জেলায় যাই। সব টার্মিনালেই খাবারের ব্যবস্থা থাকে। জামালপুরে আসলে মনে হয় ময়লা-আবর্জনার মধ্যে চলে এসেছি। আগের সরকার অনেক কিছু উন্নয়ন করেছে, কিন্তু এই টার্মিনালের কোনো উন্নয়ন হয়নি। অথচ এটি জেলার একমাত্র বাস টার্মিনাল। দ্রুত উন্নয়ন প্রয়োজন।’

এক নারী যাত্রী বলেন, ‘পরিস্থিতি খুব খারাপ। গাড়ি থেকে নামতে পারি না। টয়লেট নেই। বাচ্চাকাচ্চা নিয়ে নামতে হলে অনেক কষ্ট হয়। টার্মিনালে কাদা থাকার কারণে বাস ঢুকেও না। খাবার বা থাকার কোনো ব্যবস্থাও নেই।’
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে টার্মিনালের কোনো কাজ হয়নি। তাই অবস্থা খুবই খারাপ। ২০২৪-২৫ অর্থবছরে আমরা ৮০ লাখ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছি। প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা বড় প্রকল্প হিসেবে এটিকে প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠিয়েছে। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করব।’

জানা গেছে, জাতীয় পার্টির সরকার ক্ষমতায় থাকাকালে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান রেজা খান ১৯৮৩ সালে টার্মিনালটি নির্মাণ করেন। ২ একর ৮৮ শতাংশ জমির ওপর একতলা ভবন নির্মাণে ব্যয় হয়েছিল ১২ লাখ ৫০ হাজার টাকা।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে