সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস-সংকটে পাঁচ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। গত জুলাই মাসে গ্যাস-সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুলাই থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন। পরে সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানার প্রধান ফটক অবরোধ করে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। রেশনিং পদ্ধতিতে হলেও গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানা চালুর জোর দাবি জানান তাঁরা।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গ্যাস-সংকটে যমুনার সার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দফায় দফায় নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আজ সন্ধ্যায় যমুনার উৎপাদন শুরু হওয়ায় কারখানাসংশ্লিষ্ট সবার মুখে হাসি ফোটে। সার উৎপাদনের ফলে নানা সংকট কেটে গেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনিক সভা নিয়ে ব্যস্ত আছেন।

গ্যাস-সংকটে পাঁচ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। গত জুলাই মাসে গ্যাস-সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুলাই থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন। পরে সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানার প্রধান ফটক অবরোধ করে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। রেশনিং পদ্ধতিতে হলেও গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানা চালুর জোর দাবি জানান তাঁরা।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গ্যাস-সংকটে যমুনার সার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দফায় দফায় নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আজ সন্ধ্যায় যমুনার উৎপাদন শুরু হওয়ায় কারখানাসংশ্লিষ্ট সবার মুখে হাসি ফোটে। সার উৎপাদনের ফলে নানা সংকট কেটে গেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনিক সভা নিয়ে ব্যস্ত আছেন।

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১০ ঘণ্টা আগে