সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস-সংকটে পাঁচ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। গত জুলাই মাসে গ্যাস-সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুলাই থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন। পরে সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানার প্রধান ফটক অবরোধ করে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। রেশনিং পদ্ধতিতে হলেও গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানা চালুর জোর দাবি জানান তাঁরা।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গ্যাস-সংকটে যমুনার সার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দফায় দফায় নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আজ সন্ধ্যায় যমুনার উৎপাদন শুরু হওয়ায় কারখানাসংশ্লিষ্ট সবার মুখে হাসি ফোটে। সার উৎপাদনের ফলে নানা সংকট কেটে গেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনিক সভা নিয়ে ব্যস্ত আছেন।

গ্যাস-সংকটে পাঁচ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। গত জুলাই মাসে গ্যাস-সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুলাই থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন। পরে সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানার প্রধান ফটক অবরোধ করে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। রেশনিং পদ্ধতিতে হলেও গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানা চালুর জোর দাবি জানান তাঁরা।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গ্যাস-সংকটে যমুনার সার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দফায় দফায় নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আজ সন্ধ্যায় যমুনার উৎপাদন শুরু হওয়ায় কারখানাসংশ্লিষ্ট সবার মুখে হাসি ফোটে। সার উৎপাদনের ফলে নানা সংকট কেটে গেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনিক সভা নিয়ে ব্যস্ত আছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে