Ajker Patrika

গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষ, চালক ও সুপারভাইজার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষ, চালক ও সুপারভাইজার নিহত
দুর্ঘটনাকবলিত টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাসচালক মনটু শেখ ও সুপারভাইজার আরিফুজ্জামান। তাঁরা দুজন টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের বাসটির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাস সড়কের পাশে রেস্টুরেন্টে যাওয়ার জন্য গতি কমিয়ে বাঁক নেওয়ার সময় পেছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। পরে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার পুলিশ উপপরিদর্শক শাহাদত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস হিরন্যকান্দি এলাকায় পৌঁছে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে প্রবেশের সময় পিরোজপুরগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে আবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এসআই আরও বলেন, ঘটনাস্থলেই বাসের চালক ও সুপারভাইজার নিহত হন। বাসের অন্তত ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত