শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাতে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দিচ্ছে না। এসব দাবি করে এলেও তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।’
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কারখানার লিংকিং ইনচার্জ আমাদের নারী শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের সঙ্গে সব সময় বকাঝকা করেন। আমাদের বেতন-ভাতা ঠিক সময় পরিশোধ করেন না। আমাদের যে পরিমাণ খাটান, সে তুলনায় মজুরি দেন না। আমাদের এক বছরের বার্ষিক ছুটির টাকা দেন না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না।’
কারখানাশ্রমিক লাভলী আক্তার বলেন, ‘গত এক বছরের বার্ষিক ছুটির টাকা বকেয়া পড়েছে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করি। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। আমরা অনুরোধ করেও সমাধান পাচ্ছি না। দাবিদাওয়ার বিষয়ে জানাতে গেলে আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করেছে। চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাকিম রাজীব বলেন, ‘আমরা শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধ করি। কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তা শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু এসব না শুনে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভবানীপুর জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মানলেও তারা সড়ক ছাড়ছে না। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাতে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দিচ্ছে না। এসব দাবি করে এলেও তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।’
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কারখানার লিংকিং ইনচার্জ আমাদের নারী শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের সঙ্গে সব সময় বকাঝকা করেন। আমাদের বেতন-ভাতা ঠিক সময় পরিশোধ করেন না। আমাদের যে পরিমাণ খাটান, সে তুলনায় মজুরি দেন না। আমাদের এক বছরের বার্ষিক ছুটির টাকা দেন না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না।’
কারখানাশ্রমিক লাভলী আক্তার বলেন, ‘গত এক বছরের বার্ষিক ছুটির টাকা বকেয়া পড়েছে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করি। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। আমরা অনুরোধ করেও সমাধান পাচ্ছি না। দাবিদাওয়ার বিষয়ে জানাতে গেলে আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করেছে। চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না।’

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাকিম রাজীব বলেন, ‘আমরা শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধ করি। কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তা শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু এসব না শুনে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভবানীপুর জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মানলেও তারা সড়ক ছাড়ছে না। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে