
গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে স্থানীয় একটি কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে কারখানার সামনের আঞ্চলিক সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কাজে যোগ না দেওয়ার কথা জানান শ্রমিকেরা।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে শ্রমিকেরা কোনো ধরনের ভাঙচুর করেননি। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।’
আমেনা খাতুন নামে কারখানার এক শ্রমিক বলেন, সব কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু আমাদের কারখানায় বেতন বৃদ্ধি করেনি। কিন্তু আমাদের বাসাভাড়া ও দ্রব্যমূল্যের দাম ঠিকই বেড়েছে। যে পরিমাণ পরিশ্রম করি, তার তুলনায় বেতন খুবই সামান্য।’
অপর শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘কেউ কি আর কাজ ফেলে রাস্তায় আসে। গার্মেন্টসে যারা কাজ করে তারা যদি শ্রমিক হয়, তাহলে আমরা কী? তাদের বেতন-ভাতা বাড়ে, আমাদের বেতন কেন বাড়বে না? মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু বেতন বাড়াচ্ছে না।’
তিনি বলেন, ‘এদিকে বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাসার মালিকেরা বাড়িভাড়া বৃদ্ধি করেছে। দুই ঘণ্টা ধরে রাস্তায় অবস্থান করছি, তবুও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। সিদ্ধান্ত না দিলে কাজে যোগদান করব না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। পোশাক কারখানার সঙ্গে আমাদের কারখানার বেতন বাড়ানোর কোনো নির্দেশনা পাইনি।
তবুও মালিকপক্ষ শ্রমিকদের অপেক্ষা করতে বলছে। দেশের কারখানার মালিকগণ একটা সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলে বেতন বাড়ানো হবে। কিন্তু শ্রমিকেরা কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কারখানা দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে স্থানীয় একটি কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে কারখানার সামনের আঞ্চলিক সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কাজে যোগ না দেওয়ার কথা জানান শ্রমিকেরা।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে শ্রমিকেরা কোনো ধরনের ভাঙচুর করেননি। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।’
আমেনা খাতুন নামে কারখানার এক শ্রমিক বলেন, সব কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু আমাদের কারখানায় বেতন বৃদ্ধি করেনি। কিন্তু আমাদের বাসাভাড়া ও দ্রব্যমূল্যের দাম ঠিকই বেড়েছে। যে পরিমাণ পরিশ্রম করি, তার তুলনায় বেতন খুবই সামান্য।’
অপর শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘কেউ কি আর কাজ ফেলে রাস্তায় আসে। গার্মেন্টসে যারা কাজ করে তারা যদি শ্রমিক হয়, তাহলে আমরা কী? তাদের বেতন-ভাতা বাড়ে, আমাদের বেতন কেন বাড়বে না? মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু বেতন বাড়াচ্ছে না।’
তিনি বলেন, ‘এদিকে বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাসার মালিকেরা বাড়িভাড়া বৃদ্ধি করেছে। দুই ঘণ্টা ধরে রাস্তায় অবস্থান করছি, তবুও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। সিদ্ধান্ত না দিলে কাজে যোগদান করব না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। পোশাক কারখানার সঙ্গে আমাদের কারখানার বেতন বাড়ানোর কোনো নির্দেশনা পাইনি।
তবুও মালিকপক্ষ শ্রমিকদের অপেক্ষা করতে বলছে। দেশের কারখানার মালিকগণ একটা সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলে বেতন বাড়ানো হবে। কিন্তু শ্রমিকেরা কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কারখানা দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে