নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টঙ্গী পূর্ব থানার উত্তর দত্তপাড়া এলাকায় একটি তালাবদ্ধ রুম থেকে শিল্পী আক্তার শিলা নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজন থানায় মামলা দায়ের করলেও দীর্ঘ তদন্তে হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি থানা-পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর। তদন্তে স্ত্রী হত্যা জড়িত ঘাতক স্বামী শফিকুল ইসলাম স্বপনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান।
মাকছুদের রহমান জানান, টঙ্গী পূর্ব থানাধীন উত্তর দত্তপাড়া টেক বাড়ি গ্রাম এলাকায় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী শফিকুল ইসলাম স্বপনের (৩২) সঙ্গে কথা কাটাকাটির কারণে ঘুমন্ত অবস্থায় গলাটিপে হত্যা করা হয় শিল্পী আক্তার শিলাকে। হত্যার প্রায় সাত বছর পর গতকাল রোববার (২৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর থানার লুটিয়ার চালা, গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে পিবিআইয়ের এই পুলিশ সুপার জানান, গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম স্বপন গাজীপুর থেকে রাজধানীর আজিমপুর রুটে চলাচল করা (ভিআইপি ২৭) বাসের হেলপার হিসেবে কাজ করত। নিহত শিলার সঙ্গে পাঁচ বছর প্রেম করে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা টঙ্গীর এরশাদ নগর এলাকায় স্বপনের মায়ের ভাড়া বাসায় থাকতে শুরু করে। শিলা মাদকসহ বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন সময়ে স্বপনের সঙ্গে ঝগড়া বিবাদ হতো। পরবর্তীতে স্বপনের মা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাসা নিয়ে বসবাস শুরু করে। ঘটনার ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর রাতে শিলার সঙ্গে স্বপনের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে রাত চারটার দিকে শিলা ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপন গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় ১০ দিন পরে ২৩ সেপ্টেম্বর ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত শিলার খালা বেবী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মাকছুদের রহমান আরও জানান, মামলাটি থানা-পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করে। পরবর্তীতে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায়, স্ত্রীকে হত্যার পরে স্বপন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়িয়েছে। গ্রেপ্তার এড়াতে মোবাইল ফোন ব্যবহার করত না। পেশা বদল করে দিনমজুর হিসেবে কাজ করত। এ ছাড়া একই এলাকায় দ্বিতীয় স্ত্রীকে বসবাস করে আসছিল। সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামি শফিকুল ইসলাম স্বপনকে আদালতে হাজির করা হয়। আসামি ১৬৪ ধারায় স্ত্রী শিলাকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

টঙ্গী পূর্ব থানার উত্তর দত্তপাড়া এলাকায় একটি তালাবদ্ধ রুম থেকে শিল্পী আক্তার শিলা নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজন থানায় মামলা দায়ের করলেও দীর্ঘ তদন্তে হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি থানা-পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর। তদন্তে স্ত্রী হত্যা জড়িত ঘাতক স্বামী শফিকুল ইসলাম স্বপনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান।
মাকছুদের রহমান জানান, টঙ্গী পূর্ব থানাধীন উত্তর দত্তপাড়া টেক বাড়ি গ্রাম এলাকায় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী শফিকুল ইসলাম স্বপনের (৩২) সঙ্গে কথা কাটাকাটির কারণে ঘুমন্ত অবস্থায় গলাটিপে হত্যা করা হয় শিল্পী আক্তার শিলাকে। হত্যার প্রায় সাত বছর পর গতকাল রোববার (২৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর থানার লুটিয়ার চালা, গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে পিবিআইয়ের এই পুলিশ সুপার জানান, গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম স্বপন গাজীপুর থেকে রাজধানীর আজিমপুর রুটে চলাচল করা (ভিআইপি ২৭) বাসের হেলপার হিসেবে কাজ করত। নিহত শিলার সঙ্গে পাঁচ বছর প্রেম করে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা টঙ্গীর এরশাদ নগর এলাকায় স্বপনের মায়ের ভাড়া বাসায় থাকতে শুরু করে। শিলা মাদকসহ বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন সময়ে স্বপনের সঙ্গে ঝগড়া বিবাদ হতো। পরবর্তীতে স্বপনের মা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাসা নিয়ে বসবাস শুরু করে। ঘটনার ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর রাতে শিলার সঙ্গে স্বপনের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে রাত চারটার দিকে শিলা ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপন গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় ১০ দিন পরে ২৩ সেপ্টেম্বর ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত শিলার খালা বেবী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মাকছুদের রহমান আরও জানান, মামলাটি থানা-পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করে। পরবর্তীতে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায়, স্ত্রীকে হত্যার পরে স্বপন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়িয়েছে। গ্রেপ্তার এড়াতে মোবাইল ফোন ব্যবহার করত না। পেশা বদল করে দিনমজুর হিসেবে কাজ করত। এ ছাড়া একই এলাকায় দ্বিতীয় স্ত্রীকে বসবাস করে আসছিল। সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামি শফিকুল ইসলাম স্বপনকে আদালতে হাজির করা হয়। আসামি ১৬৪ ধারায় স্ত্রী শিলাকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৫ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে