টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চারটি পোশাক কারখানায় দিনভর শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানাগুলোতে দফায় দফায় চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা।
সকাল ৮টা থেকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় কারখানার সামনে ১৪ দফা দাবিতে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে।
শ্রমিকদের দাবিগুলো হলো, নির্বাহী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন না করা, প্রতি বছর বেতনের ১০% হারে ইনক্রিমেন্ট প্রদান, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান, বার্ষিক ছুটির টাকা প্রদান, ক্যাজুয়াল শ্রমিকদের বেতন অন্যান্য প্লাস্টিক কারখানার সঙ্গে তুলনা করে সমন্বয় করা, শ্রমিক সংগঠন তৈরি ও শ্রমিকের চাকরিচ্যুত বা পৃথকীকরণের ক্ষেত্রে শ্রম আইনের ধারা অনুসরণ।
বেলা ৪টার দিকে শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে শিল্প-পুলিশ। পরে কারখানা মালিক দাবি মেনে নিলে শ্রমিকেরা চলে যান।
সকাল সাড়ে ৯টার দিকে গত আগস্টের পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা। দিনভর কারখানায় উৎপাদন কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেন তাঁরা। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
বিকেলে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এমট্রানেট গ্রুপের দুটি প্রতিষ্ঠান, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেন। তাঁদের দাবিগুলো হলো, প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান, সকল শ্রমিক ও কর্মকর্তার বেতন ১৫% বৃদ্ধিসহ ১ হাজার টাকা হাজিরা বোনাস, সকল শ্রমিকের বার্ষিক ১৮ দিনের ছুটির টাকা, সার্ভিস বিল, টিফিন বিল ৫০ টাকা, নাইট বিল ২০০ টাকা নির্ধারণ, আন্দোলনকারী কোনো শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার না করাসহ ১৩ দফা।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ১৩ দফা দাবি নিয়ে শিল্প-পুলিশ কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেননি কারখানা মালিক।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে শিল্প-পুলিশ ও সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়। শ্রমিক-মালিক উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ন্যাশনাল পলিমার কারখানায় শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ চলে যায়। এমট্রানেট গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করেছি। মালিক দাবি মেনে নেননি।’

গাজীপুরের টঙ্গীতে চারটি পোশাক কারখানায় দিনভর শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানাগুলোতে দফায় দফায় চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা।
সকাল ৮টা থেকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় কারখানার সামনে ১৪ দফা দাবিতে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে।
শ্রমিকদের দাবিগুলো হলো, নির্বাহী পরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালন না করা, প্রতি বছর বেতনের ১০% হারে ইনক্রিমেন্ট প্রদান, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান, বার্ষিক ছুটির টাকা প্রদান, ক্যাজুয়াল শ্রমিকদের বেতন অন্যান্য প্লাস্টিক কারখানার সঙ্গে তুলনা করে সমন্বয় করা, শ্রমিক সংগঠন তৈরি ও শ্রমিকের চাকরিচ্যুত বা পৃথকীকরণের ক্ষেত্রে শ্রম আইনের ধারা অনুসরণ।
বেলা ৪টার দিকে শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে শিল্প-পুলিশ। পরে কারখানা মালিক দাবি মেনে নিলে শ্রমিকেরা চলে যান।
সকাল সাড়ে ৯টার দিকে গত আগস্টের পাওনা বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা। দিনভর কারখানায় উৎপাদন কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেন তাঁরা। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
বিকেলে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এমট্রানেট গ্রুপের দুটি প্রতিষ্ঠান, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেন। তাঁদের দাবিগুলো হলো, প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান, সকল শ্রমিক ও কর্মকর্তার বেতন ১৫% বৃদ্ধিসহ ১ হাজার টাকা হাজিরা বোনাস, সকল শ্রমিকের বার্ষিক ১৮ দিনের ছুটির টাকা, সার্ভিস বিল, টিফিন বিল ৫০ টাকা, নাইট বিল ২০০ টাকা নির্ধারণ, আন্দোলনকারী কোনো শ্রমিক কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার না করাসহ ১৩ দফা।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের ১৩ দফা দাবি নিয়ে শিল্প-পুলিশ কারখানার মালিকের সঙ্গে আলোচনা করে। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেননি কারখানা মালিক।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে শিল্প-পুলিশ ও সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হয়। শ্রমিক-মালিক উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ন্যাশনাল পলিমার কারখানায় শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ চলে যায়। এমট্রানেট গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করেছি। মালিক দাবি মেনে নেননি।’

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে