গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। তাতে কারখানার শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ ও আহতরা হলেন কারখানার লাইন ম্যানেজার মো. ফজলুর রহমান (৬০), নিরাপত্তা প্রহরী চান মিয়া (৪৫), সুপারভাইজার সবুর মিয়া (৩৫), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), সাহাবুল ইসলাম (৪৪), আলমগীর হোসেন (৩০), তৌসিফ ইসলাম (৩২), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৩৫), রাকিব হোসেন (৪০), রাশেদ মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৫) ও পথচারী সোহেল মিয়া (৫০)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবদ্ধ কক্ষে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেখানে থাকা লোকজন দগ্ধ ও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে। তাতে কারখানার শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ ও আহতরা হলেন কারখানার লাইন ম্যানেজার মো. ফজলুর রহমান (৬০), নিরাপত্তা প্রহরী চান মিয়া (৪৫), সুপারভাইজার সবুর মিয়া (৩৫), নিরাপত্তা প্রহরী সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), সাহাবুল ইসলাম (৪৪), আলমগীর হোসেন (৩০), তৌসিফ ইসলাম (৩২), আরিফ হোসেন (২২), আবুল হোসেন (৩৫), রাকিব হোসেন (৪০), রাশেদ মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৫) ও পথচারী সোহেল মিয়া (৫০)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজ করছিলেন। এ সময় আবদ্ধ কক্ষে গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সেখানে থাকা লোকজন দগ্ধ ও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে