টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নয়ন মৃধা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মো. নয়ন মৃধা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করা নয়ন টঙ্গী হোসেন মার্কেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মৃধা কয়েক দিনের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে টঙ্গীতে ফিরছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে নেমে দুই-তিনজন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। নয়নের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ নিয়ে নয়ন মৃধা ও ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হন নয়ন মৃধা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। নয়নকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা নয়ন মৃধাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার কাঁধের নিচে এবং পায়ে ছুরির আঘাতের জখম রয়েছে। মূলত নয়ন মৃধা তাঁর মালামাল রক্ষা করতে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি করলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।’

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নয়ন মৃধা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মো. নয়ন মৃধা বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করা নয়ন টঙ্গী হোসেন মার্কেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মৃধা কয়েক দিনের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে টঙ্গীতে ফিরছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে নেমে দুই-তিনজন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। নয়নের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ নিয়ে নয়ন মৃধা ও ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হন নয়ন মৃধা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। নয়নকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা নয়ন মৃধাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার কাঁধের নিচে এবং পায়ে ছুরির আঘাতের জখম রয়েছে। মূলত নয়ন মৃধা তাঁর মালামাল রক্ষা করতে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি করলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৪ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৮ মিনিট আগে