কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন (৫২) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তবে স্বজনদের অভিযোগ, বাগ্বিতণ্ডার জের ধরে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই শেখ কামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় মোটরসাইকেলচালক শেখ মঞ্জুর হোসেন মিলনকে ড্রামট্রাকটি চাপা দেয়। চাকার নিচে পড়ে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কামালের অভিযোগ, মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকটি ধাক্কা দিলে মিলন সড়কের পাশে পড়ে যান। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
শেখ মঞ্জুর হোসেন মিলনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক যুগান্তর, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণ ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিলন কাপাসিয়া প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক।
মঞ্জুর হোসেন মিলন গাজীপুর মহানগরীর শান্তিপল্লি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই মেয়ের বড়টি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত।
মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রামট্রাকটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন (৫২) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তবে স্বজনদের অভিযোগ, বাগ্বিতণ্ডার জের ধরে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই শেখ কামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে কাপাসিয়া-বরুণ সড়কের কোটবাজালিয়া এলাকায় মোটরসাইকেলচালক শেখ মঞ্জুর হোসেন মিলনকে ড্রামট্রাকটি চাপা দেয়। চাকার নিচে পড়ে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কামালের অভিযোগ, মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকটি ধাক্কা দিলে মিলন সড়কের পাশে পড়ে যান। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
শেখ মঞ্জুর হোসেন মিলনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক যুগান্তর, দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণ ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিলন কাপাসিয়া প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক।
মঞ্জুর হোসেন মিলন গাজীপুর মহানগরীর শান্তিপল্লি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই মেয়ের বড়টি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত।
মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রামট্রাকটি আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১৩ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১৬ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
১ ঘণ্টা আগে