গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে তারা এই বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানাটি শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ (লে অফ ) ঘোষণা করে।
এ কারণে কারখানার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গেটের সামনে সমবেত হয়। তারা সেখানে কিছু সময় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসার চেষ্টা করে।
এ সময় শিল্প পুলিশ ও মহানগর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে তারা বন্ধ কারখানার সামনে অবস্থান নেয়।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ কারখানার বিষয়টি পুরনো। শ্রমিকেরা মাঝে মাঝেই আন্দোলন করার চেষ্টা করে। শ্রমিকেরা সবাই আসে না। শনিবার সকালে একশর মতো শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশেই মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার সকালে কারখানার সামনে সমবেত হয়। তারা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। পরে তারা মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মালিক এম এন এইচ বুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে তারা এই বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানাটি শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ (লে অফ ) ঘোষণা করে।
এ কারণে কারখানার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গেটের সামনে সমবেত হয়। তারা সেখানে কিছু সময় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসার চেষ্টা করে।
এ সময় শিল্প পুলিশ ও মহানগর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে তারা বন্ধ কারখানার সামনে অবস্থান নেয়।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ কারখানার বিষয়টি পুরনো। শ্রমিকেরা মাঝে মাঝেই আন্দোলন করার চেষ্টা করে। শ্রমিকেরা সবাই আসে না। শনিবার সকালে একশর মতো শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশেই মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার সকালে কারখানার সামনে সমবেত হয়। তারা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। পরে তারা মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মালিক এম এন এইচ বুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে