গাজীপুর প্রতিনিধি

গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে টঙ্গী-জয়দেবপুর ১১ কিলোমিটার রেলপথে ডাবল লাইনে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের অপর দুটি প্রকল্পের সঙ্গে ট্রেনটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ভাষণের পর বাঁশি বাঁজিয়ে সবুজ পতাকা নেড়ে একই সঙ্গে তিনটি ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন। এরপরেই নতুন নির্মিত ডাবল লাইন ধরে একটি ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী অন্য দুটি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত ঈশ্বরদী-রূপপুর এবং আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত প্রকল্পের আওতায় কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনের ডাবল লাইন ট্রেন চলাচলও উদ্বোধন করেন।
রেলওয়ে সূত্র জানায়, পূর্বে টঙ্গী থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত ডাবল লাইন ছিল। জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত এ ডাবল লাইন উদ্বোধন করায় এখন জয়দেবপুর থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল সহজতর হলো। এতে রেললাইন দিয়ে প্রতিটি ট্রেনের চলাচলের সময়সীমা অনেকটা হ্রাস পাবে।
এ উপলক্ষে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিনয় জর্জ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ূন কবীর।
এ সময় গাজীপুর প্রান্তে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং রেলওয়ে বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘দেশে লোকোমটিভ ও ওয়াগনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে নতুন লোকোমটিভ ও ওয়াগন কেনা হচ্ছে। ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পুরোনো রেললাইন ও সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে নিরাপদ আধুনিক করা হচ্ছে। রেল সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সরকার দেশের সকল জেলাকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য নীতি গ্রহণ করেছে। বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের জন্য ত্রিশ বছর মেয়াদি একটি মাস্টারপ্ল্যান অনুমোদন করেছে। যা ইতিমধ্যে সময়োপযোগী হালনাগাদ করা হয়েছে।’
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যে অবকাঠামোর উন্নয়ন তা ২০০৯ সাল থেকে দেশে ৬৫০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়েছে। ২৮০ কিলোমিটার মিটার গেজ রেল লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করা হয়েছে। ১ হাজার ২৯৭ কিলোমিটার রেললাইন পুনর্বাসন ও পুনর্নির্মাণ করা হয়েছে। ১২৬টি নতুন রেল স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। ২২৩টি স্টেশন ভবন নির্মাণে ও পুনর্নির্মাণ করা হয়েছে। তিনি বর্তমান সরকার আমলে রেলওয়ে মন্ত্রণালয়ের সময়ের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, ঢাকার সঙ্গে গাজীপুরের একটি স্বতন্ত্র ট্রেন, ডেটিকেটেড ট্রেন সার্ভিস চালু করা। যেহেতু এখন ডাবল লাইন চালু হয়েছে, এখন এটা সম্ভব। আমরা চেষ্টা করব এটা দ্রুত করার জন্য।

গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে টঙ্গী-জয়দেবপুর ১১ কিলোমিটার রেলপথে ডাবল লাইনে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের অপর দুটি প্রকল্পের সঙ্গে ট্রেনটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ভাষণের পর বাঁশি বাঁজিয়ে সবুজ পতাকা নেড়ে একই সঙ্গে তিনটি ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন। এরপরেই নতুন নির্মিত ডাবল লাইন ধরে একটি ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী অন্য দুটি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত ঈশ্বরদী-রূপপুর এবং আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত প্রকল্পের আওতায় কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনের ডাবল লাইন ট্রেন চলাচলও উদ্বোধন করেন।
রেলওয়ে সূত্র জানায়, পূর্বে টঙ্গী থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত ডাবল লাইন ছিল। জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত এ ডাবল লাইন উদ্বোধন করায় এখন জয়দেবপুর থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল সহজতর হলো। এতে রেললাইন দিয়ে প্রতিটি ট্রেনের চলাচলের সময়সীমা অনেকটা হ্রাস পাবে।
এ উপলক্ষে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিনয় জর্জ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ূন কবীর।
এ সময় গাজীপুর প্রান্তে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং রেলওয়ে বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘দেশে লোকোমটিভ ও ওয়াগনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে নতুন লোকোমটিভ ও ওয়াগন কেনা হচ্ছে। ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পুরোনো রেললাইন ও সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে নিরাপদ আধুনিক করা হচ্ছে। রেল সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সরকার দেশের সকল জেলাকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য নীতি গ্রহণ করেছে। বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের জন্য ত্রিশ বছর মেয়াদি একটি মাস্টারপ্ল্যান অনুমোদন করেছে। যা ইতিমধ্যে সময়োপযোগী হালনাগাদ করা হয়েছে।’
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যে অবকাঠামোর উন্নয়ন তা ২০০৯ সাল থেকে দেশে ৬৫০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়েছে। ২৮০ কিলোমিটার মিটার গেজ রেল লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করা হয়েছে। ১ হাজার ২৯৭ কিলোমিটার রেললাইন পুনর্বাসন ও পুনর্নির্মাণ করা হয়েছে। ১২৬টি নতুন রেল স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। ২২৩টি স্টেশন ভবন নির্মাণে ও পুনর্নির্মাণ করা হয়েছে। তিনি বর্তমান সরকার আমলে রেলওয়ে মন্ত্রণালয়ের সময়ের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, ঢাকার সঙ্গে গাজীপুরের একটি স্বতন্ত্র ট্রেন, ডেটিকেটেড ট্রেন সার্ভিস চালু করা। যেহেতু এখন ডাবল লাইন চালু হয়েছে, এখন এটা সম্ভব। আমরা চেষ্টা করব এটা দ্রুত করার জন্য।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে