গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী মেয়েকে হত্যার পর নিজের পেটে ছুরিয়ে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। আজ বুধবার উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। আর বাবা বুলু মণ্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার হরিণহাটি এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে গলা কেটে হত্যার পর বাবাও আত্মহত্যার চেষ্টা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবা–মার ঝগড়া মেটাতে গেলে বাবা মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাবাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার চাঁন মিয়ার মেয়ে সুমা বেগমের (৩৩) সঙ্গে ১৫ / ১৬ বছর আগে বুলু মণ্ডল (৪০) এর বিয়ে হয়। দীর্ঘদিন ধরে বুলু মণ্ডল শ্বশুর বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া ঝাঁটি লেগেই থাকে।
আজ বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার তাদের ঝগড়া করতে নিষেধ করেন। এতে বুলু মণ্ডল মেয়ের ওপর ক্ষিপ্ত হন। পরে ঘরের ভেতরর একা পেয়ে দরজা বন্ধ করে দেন। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেন।
ঘরের ভেতর থেকে চিৎকার শুনে মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলে বৃষ্টিকে জখম অবস্থায় পান এবং তখনই বুলু মণ্ডল নিজের গলা ও পেটে ছুড়ি চালান। পরে গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন এবং বুলু মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ইয়াসমিন আক্তার বৃষ্টির লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী মেয়েকে হত্যার পর নিজের পেটে ছুরিয়ে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। আজ বুধবার উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। আর বাবা বুলু মণ্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার হরিণহাটি এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে গলা কেটে হত্যার পর বাবাও আত্মহত্যার চেষ্টা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাবা–মার ঝগড়া মেটাতে গেলে বাবা মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাবাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার চাঁন মিয়ার মেয়ে সুমা বেগমের (৩৩) সঙ্গে ১৫ / ১৬ বছর আগে বুলু মণ্ডল (৪০) এর বিয়ে হয়। দীর্ঘদিন ধরে বুলু মণ্ডল শ্বশুর বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া ঝাঁটি লেগেই থাকে।
আজ বুধবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার তাদের ঝগড়া করতে নিষেধ করেন। এতে বুলু মণ্ডল মেয়ের ওপর ক্ষিপ্ত হন। পরে ঘরের ভেতরর একা পেয়ে দরজা বন্ধ করে দেন। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেন।
ঘরের ভেতর থেকে চিৎকার শুনে মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলে বৃষ্টিকে জখম অবস্থায় পান এবং তখনই বুলু মণ্ডল নিজের গলা ও পেটে ছুড়ি চালান। পরে গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন এবং বুলু মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ইয়াসমিন আক্তার বৃষ্টির লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
২৯ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩৮ মিনিট আগে