সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

এই সরকার ব্যাংক গিলে খাওয়ার সরকার—বললেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ শুক্রবার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পার্টির সহযোগী ও অঙ্গসংগঠন পৌরসভার জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক, ছাত্রসমাজ ও জাতীয় মহিলা পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংকব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকার লুটপাটের প্রশ্রয় দেওয়ার সরকার। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে ৷ তবে তাঁর পাশের যে ব্যবসাতন্ত্র আছে, সেই ব্যবসায়িক ধনিকতন্ত্ররা দেশটাকে আঁকড়ে কুরে খাচ্ছে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির সভাপতি ও মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু। সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মাওলানা আবুল হোসাইন, আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম সম্পাদক কওছর আযম হান্নু, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্র সমাজের সভাপতি শাহ্ সুলতান সরকার সুজন, মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি, অটোশ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব খায়রুজ্জামান লিটন, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক সুমন মহন্ত প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পৌর জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও মহিলা পার্টির কমিটি ঘোষণা করেন। এতে পৌর ছাত্র সমাজের সভাপতি হয়েছেন ড্যানিস সরকার, সাধারণ সম্পাদক হয়েছেন ইমন সরকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন সরকার।
পৌর যুব সংহতির সভাপতি হয়েছেন মাহবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক হয়েছেন নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাইদ রয়েল। পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লেলিন সরকার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিজু সরকার। পৌর মহিলা পার্টির সভাপতি আলেয়া বেগম, সাধারণ সম্পাদক মল্লিকা বেগম, সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এই সরকার ব্যাংক গিলে খাওয়ার সরকার—বললেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ শুক্রবার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পার্টির সহযোগী ও অঙ্গসংগঠন পৌরসভার জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক, ছাত্রসমাজ ও জাতীয় মহিলা পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংকব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকার লুটপাটের প্রশ্রয় দেওয়ার সরকার। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে ৷ তবে তাঁর পাশের যে ব্যবসাতন্ত্র আছে, সেই ব্যবসায়িক ধনিকতন্ত্ররা দেশটাকে আঁকড়ে কুরে খাচ্ছে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির সভাপতি ও মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু। সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মাওলানা আবুল হোসাইন, আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম সম্পাদক কওছর আযম হান্নু, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্র সমাজের সভাপতি শাহ্ সুলতান সরকার সুজন, মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি, অটোশ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব খায়রুজ্জামান লিটন, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক সুমন মহন্ত প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পৌর জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও মহিলা পার্টির কমিটি ঘোষণা করেন। এতে পৌর ছাত্র সমাজের সভাপতি হয়েছেন ড্যানিস সরকার, সাধারণ সম্পাদক হয়েছেন ইমন সরকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন সরকার।
পৌর যুব সংহতির সভাপতি হয়েছেন মাহবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক হয়েছেন নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাইদ রয়েল। পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লেলিন সরকার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিজু সরকার। পৌর মহিলা পার্টির সভাপতি আলেয়া বেগম, সাধারণ সম্পাদক মল্লিকা বেগম, সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে