গাইবান্ধা প্রতিনিধি

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধা। রংপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার সকাল ৯টায় গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরই মধ্যেই গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আলোচনা সাপেক্ষে সেই জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।
শিক্ষা অফিস বলছে, আজ সকালে মোবাইল ফোনে গুগল ওয়েদারে তারা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে দেখে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিভাগীয় আবহাওয়াবিদ বলছেন, তাপমাত্রা আজ ১০ ডিগ্রির নিচে নামেনি।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে একটি চিঠি ইস্যু করেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘দেশের শৈত্যপ্রবাহ চলমান থাকায় গাইবান্ধা জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার (২৩ জানুয়ারি) গাইবান্ধা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’
আবহাওয়া অফিসের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকার পরও কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ৬টা ও পৌনে ৮টায় গুগলে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে পেয়েছি। সে কারণেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে সব প্রাথমিক বিদ্যালয় আজ ও আগামীকাল পাঠদান বন্ধ করা হয়েছে।’
তবে রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ ১০ ডিগ্রির নিচে গাইবান্ধার তাপমাত্রা নামেনি।’
এদিকে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। ঠান্ডা বাতাসের কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যাত্রী-সংকটে বিপাকে পড়েছেন রিকশাচালকেরা, কাজ পাচ্ছেন না দিনমজুরেরা।

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধা। রংপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার সকাল ৯টায় গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরই মধ্যেই গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আলোচনা সাপেক্ষে সেই জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।
শিক্ষা অফিস বলছে, আজ সকালে মোবাইল ফোনে গুগল ওয়েদারে তারা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে দেখে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিভাগীয় আবহাওয়াবিদ বলছেন, তাপমাত্রা আজ ১০ ডিগ্রির নিচে নামেনি।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে একটি চিঠি ইস্যু করেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘দেশের শৈত্যপ্রবাহ চলমান থাকায় গাইবান্ধা জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার (২৩ জানুয়ারি) গাইবান্ধা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’
আবহাওয়া অফিসের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকার পরও কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আরশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল ৬টা ও পৌনে ৮টায় গুগলে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে পেয়েছি। সে কারণেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে সব প্রাথমিক বিদ্যালয় আজ ও আগামীকাল পাঠদান বন্ধ করা হয়েছে।’
তবে রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ ১০ ডিগ্রির নিচে গাইবান্ধার তাপমাত্রা নামেনি।’
এদিকে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। ঠান্ডা বাতাসের কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যাত্রী-সংকটে বিপাকে পড়েছেন রিকশাচালকেরা, কাজ পাচ্ছেন না দিনমজুরেরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে