দাগনভূঞা, ফেনী প্রতিনিধি

সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলটি পৌরসভার আলাইয়ারপুর থেকে দাগনভূঞা বাজারের দিকে রওনা দিলে পৌর শহরের প্রবেশমুখে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। এ সময় পুলিশের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের বাধার করণে বাজারে কখনোই কোনো কর্মসূচি সফল করতে পারে না বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, সহসম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দিদার ভূঞা, আবু নাছের ও আবু ছায়েদ, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী মোছলেহ উদ্দীন রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্যসচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অলি উল্যাহ শিপন প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পৌর শহরের জিরো পয়েন্টে ও সরকারি ইকবাল কলেজের সামনে লাঠি হাতে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, বিএনপির মিছিলকে কেন্দ্র করে সরকার দলের নেতা-কর্মীরা বাজার ও কলেজের সামনে অবস্থান নেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ বিএনপির মিছিলটি কলেজের সামনে থেকে ঘুরিয়ে দেয়। তবে কোনো বাধা প্রদান করা হয়নি।

সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলটি পৌরসভার আলাইয়ারপুর থেকে দাগনভূঞা বাজারের দিকে রওনা দিলে পৌর শহরের প্রবেশমুখে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। এ সময় পুলিশের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের বাধার করণে বাজারে কখনোই কোনো কর্মসূচি সফল করতে পারে না বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, সহসম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দিদার ভূঞা, আবু নাছের ও আবু ছায়েদ, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী মোছলেহ উদ্দীন রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্যসচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অলি উল্যাহ শিপন প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পৌর শহরের জিরো পয়েন্টে ও সরকারি ইকবাল কলেজের সামনে লাঠি হাতে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, বিএনপির মিছিলকে কেন্দ্র করে সরকার দলের নেতা-কর্মীরা বাজার ও কলেজের সামনে অবস্থান নেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ বিএনপির মিছিলটি কলেজের সামনে থেকে ঘুরিয়ে দেয়। তবে কোনো বাধা প্রদান করা হয়নি।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৭ মিনিট আগে