ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় এক আনসার কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাগলনাইয়া থানা, আনসার মহাপরিচালক, আনসার ফেনী জেলা এ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ১২ ফেব্রুয়ারি অভিযুক্ত মাসুদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বর্তমানে মাসুদ পারভেজ ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী নুসরাত সাবরিন শ্রাবণী জানান, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মুসলিম শরিয়া মোতাবেক পারিবারিকভাবে মাসুদ পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে মুসাদ পারভেজ নামের দুই বছর আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় শ্রাবণীর বাবা চার ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরের দেওয়া চার ভরি স্বর্ণ বিক্রি করে দেয় এবং যৌতুকের জন্য স্ত্রী শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ। এভাবেই চলছিল তাঁদের সংসার। এর মাঝে চাকরির প্রমোশনের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মাসুদ পারভেজ। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণীকে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ।
এ ব্যাপারে অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, মাসুদ পারভেজ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।

ফেনীর ছাগলনাইয়ায় এক আনসার কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাগলনাইয়া থানা, আনসার মহাপরিচালক, আনসার ফেনী জেলা এ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ১২ ফেব্রুয়ারি অভিযুক্ত মাসুদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বর্তমানে মাসুদ পারভেজ ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী নুসরাত সাবরিন শ্রাবণী জানান, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মুসলিম শরিয়া মোতাবেক পারিবারিকভাবে মাসুদ পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে মুসাদ পারভেজ নামের দুই বছর আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় শ্রাবণীর বাবা চার ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরের দেওয়া চার ভরি স্বর্ণ বিক্রি করে দেয় এবং যৌতুকের জন্য স্ত্রী শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ। এভাবেই চলছিল তাঁদের সংসার। এর মাঝে চাকরির প্রমোশনের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মাসুদ পারভেজ। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণীকে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ।
এ ব্যাপারে অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, মাসুদ পারভেজ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে