ফেনী প্রতিনিধি

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস উল্টে রবিউল হাসান সামির (২০) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামির শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট ছেলে। তিনি ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শহরতলির শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে ওঠেন সামির। বেলা আড়াইটার দিকে বাসটি ফতেহপুর এলাকায় ইউ টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন সামির।
এ ঘটনায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও কমবেশি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিন উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ফেনী থেকে চিওড়াগামী বাসটি আনুমানিক ৩টার দিকে স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে ইউ টার্ন নিয়ে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। জানালার পাশের সিটে বসার কারণে গাড়ির নিচে চাপা পড়ে সে। পরে গাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
নিহতের বন্ধু মইনুল হোসেন বলেন, ‘গতকাল রাতেও আমরা একসঙ্গে ছিলাম, সকালে পরীক্ষা দিতে সালাহউদ্দিন স্কুলে, আমি চৌদ্দগ্রামে যাই। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে শুনি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারকারী পুলিশ সদস্য ওমর ফারুক বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, চালকের সহকারী (হেলপার) বাসটি চালাচ্ছিল। চালকের অদক্ষতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস উল্টে রবিউল হাসান সামির (২০) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামির শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট ছেলে। তিনি ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শহরতলির শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে ওঠেন সামির। বেলা আড়াইটার দিকে বাসটি ফতেহপুর এলাকায় ইউ টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন সামির।
এ ঘটনায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও কমবেশি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিন উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ফেনী থেকে চিওড়াগামী বাসটি আনুমানিক ৩টার দিকে স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে ইউ টার্ন নিয়ে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। জানালার পাশের সিটে বসার কারণে গাড়ির নিচে চাপা পড়ে সে। পরে গাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
নিহতের বন্ধু মইনুল হোসেন বলেন, ‘গতকাল রাতেও আমরা একসঙ্গে ছিলাম, সকালে পরীক্ষা দিতে সালাহউদ্দিন স্কুলে, আমি চৌদ্দগ্রামে যাই। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে শুনি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারকারী পুলিশ সদস্য ওমর ফারুক বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, চালকের সহকারী (হেলপার) বাসটি চালাচ্ছিল। চালকের অদক্ষতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে