সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে ১২০ জন অসুস্থ হওয়ায় ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা নারী, ১০ জন শিশু, ২০ জন বৃদ্ধ, পাঁচজন বৃদ্ধা ও ১০ জন যুবক রয়েছেন।
গত শুক্রবার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং বর-কনে পক্ষের লোকজন জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০ জন বরযাত্রী ও কনে পক্ষের লোকজনসহ দুপক্ষের প্রায় ৩০০ জন লোককে দুপুরের খাওয়ার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকেল হতেই অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না থাকায় অনেক কষ্টে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে পিকআপের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় দাওয়াত খেয়ে দুপক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বাবুর্চির কথামতো পণ্য কিনে খাবারের আয়োজন করেছি। তারপরও খাদ্যে বিষক্রিয়ার তিনি সহ অনেকগুলো লোক অসুস্থ হয়ে পড়েছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশ কিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বরের মামা দুলাল হোসেন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে উভয় পক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনীর সোনাগাজী উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে ১২০ জন অসুস্থ হওয়ায় ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা নারী, ১০ জন শিশু, ২০ জন বৃদ্ধ, পাঁচজন বৃদ্ধা ও ১০ জন যুবক রয়েছেন।
গত শুক্রবার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং বর-কনে পক্ষের লোকজন জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০ জন বরযাত্রী ও কনে পক্ষের লোকজনসহ দুপক্ষের প্রায় ৩০০ জন লোককে দুপুরের খাওয়ার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকেল হতেই অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না থাকায় অনেক কষ্টে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে পিকআপের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় দাওয়াত খেয়ে দুপক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বাবুর্চির কথামতো পণ্য কিনে খাবারের আয়োজন করেছি। তারপরও খাদ্যে বিষক্রিয়ার তিনি সহ অনেকগুলো লোক অসুস্থ হয়ে পড়েছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশ কিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বরের মামা দুলাল হোসেন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে উভয় পক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে