ফরিদপুর প্রতিনিধি

দিনের বেলায় থাকেন শ্রমিকের ছদ্মবেশে। রাত হলেই নামেন ডাকাতিতে। শুধু তাই নয়, চক্রটির মধ্যে একজন ঢাকায় বসে সার্বক্ষণিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন। এমনই একটি আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন লক্ষ্মীপুরা এলাকার মো. কবির হোসেন (৪৩), জালাকান্দি এলাকার সাইফুল ইসলাম ওরফে সাঈদ (৪১) ও কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরীয়তপুরের ড্যামুডা উপজেলার চর বয়রা এলাকার মো. সাইফুল ইসলাম (২৭) ও চর নারায়ণপুর এলাকার ফরহাদ শেখ (৩২) এবং ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের আতিয়ার শেখ (৩৮)।
এর মধ্যে কবির হোসেন, সাইফুল ইসলাম ওরফে সাঈদ ও হৃদয়ের নামে যথাক্রমে ৭, ৯ ও ৫টি করে ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
গত ১৪ জুন রাতে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভবুকদিয়া গ্রামে মৃতুঞ্জয় কুমার বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে তাদের চার লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নেয় চক্রটি। এ ঘটনায় কোতোয়ালি থানায় বাবুলের স্ত্রী মাধুরী রানী সরকার বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির সময় চক্রটির ১০ থেকে ১২ জন সদস্য অংশ নেন। চক্রটি ঢাকার যাত্রাবাড়ীতে একত্রিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে। এরপর সেখান থেকে স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ রাখে। একইভাবে যাত্রাবাড়ী থেকে পিকআপ ভাড়া করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঘটনার দিন রাতে ফরিদপুরে আসেন চক্রটির সদস্যরা। এর মধ্যে স্থানীয় দুজন সদস্যের সঙ্গে ঢাকা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন কবির হোসেন। তিনি ফরিদপুরে আসা সদস্যদের তথ্য পাঠাতে থাকেন। পরে সকাল হওয়ার আগেই ডাকাতি করে চলে যান।
তিনি বলেন, চক্রটির সদস্যরা বেশভূষায় শ্রমিকের ছদ্মবেশে থাকেন। দিনের বেলায় তাঁরা নিজেদের গোপন রাখার জন্য এই রূপ ধারণ করে থাকেন। রাত হলেই ডাকাতি করেন। চক্রটির সদস্যরা পেশাদার ডাকাত এবং খুবই চতুর ধরনের।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন।

দিনের বেলায় থাকেন শ্রমিকের ছদ্মবেশে। রাত হলেই নামেন ডাকাতিতে। শুধু তাই নয়, চক্রটির মধ্যে একজন ঢাকায় বসে সার্বক্ষণিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন। এমনই একটি আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন লক্ষ্মীপুরা এলাকার মো. কবির হোসেন (৪৩), জালাকান্দি এলাকার সাইফুল ইসলাম ওরফে সাঈদ (৪১) ও কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরীয়তপুরের ড্যামুডা উপজেলার চর বয়রা এলাকার মো. সাইফুল ইসলাম (২৭) ও চর নারায়ণপুর এলাকার ফরহাদ শেখ (৩২) এবং ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের আতিয়ার শেখ (৩৮)।
এর মধ্যে কবির হোসেন, সাইফুল ইসলাম ওরফে সাঈদ ও হৃদয়ের নামে যথাক্রমে ৭, ৯ ও ৫টি করে ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
গত ১৪ জুন রাতে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভবুকদিয়া গ্রামে মৃতুঞ্জয় কুমার বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে তাদের চার লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নেয় চক্রটি। এ ঘটনায় কোতোয়ালি থানায় বাবুলের স্ত্রী মাধুরী রানী সরকার বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির সময় চক্রটির ১০ থেকে ১২ জন সদস্য অংশ নেন। চক্রটি ঢাকার যাত্রাবাড়ীতে একত্রিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে। এরপর সেখান থেকে স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ রাখে। একইভাবে যাত্রাবাড়ী থেকে পিকআপ ভাড়া করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ঘটনার দিন রাতে ফরিদপুরে আসেন চক্রটির সদস্যরা। এর মধ্যে স্থানীয় দুজন সদস্যের সঙ্গে ঢাকা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন কবির হোসেন। তিনি ফরিদপুরে আসা সদস্যদের তথ্য পাঠাতে থাকেন। পরে সকাল হওয়ার আগেই ডাকাতি করে চলে যান।
তিনি বলেন, চক্রটির সদস্যরা বেশভূষায় শ্রমিকের ছদ্মবেশে থাকেন। দিনের বেলায় তাঁরা নিজেদের গোপন রাখার জন্য এই রূপ ধারণ করে থাকেন। রাত হলেই ডাকাতি করেন। চক্রটির সদস্যরা পেশাদার ডাকাত এবং খুবই চতুর ধরনের।
গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে