ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ ছাত্তার প্রামাণিকের মৃত্যু হয়েছে। আজ রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহত ছাত্তার প্রামাণিক জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি পূর্বপাড়ার বাসিন্দা।
জানা যায়, মাজেদা জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে কিশোর সোহান। গত বৃহস্পতিবার রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিল সোহান। পথিমধ্যে স্থানীয় কিশোর গ্যাং শামীমসহ ৪-৫ জন তাঁর কাছ থেকে জোরপূর্বক ২০০ টাকা নিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায় সোহান।
গতকাল (শনিবার) সোহানের বাবা রুবেল প্রামাণিক ও দাদা ছাত্তার প্রামাণিক বাড়ির পাশের দোকানে গিয়ে শামীমের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাঁদের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীমের সঙ্গে যোগ দেয় সাঈদ, সিয়াম, নুরাসহ আরও কয়েকজন। ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছাত্তার প্রামাণিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ছেলে রুবেল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে সোহান জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরও কয়েকজন সোহানের কাছ থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে জানালে আমি, আমার স্ত্রী ও আব্বাকে সঙ্গে নিয়ে বিষয়টি জানতে শামীমের কাছে যাই।’
তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর শামীম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আমার আব্বার বুকে ঘুষি দেয় শামীম, সিয়ামসহ কয়েকজন। এরপর আব্বা অসুস্থ হয়ে পরলে তাকে বাড়িতে এনে মাথায় পানি দিই, পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্বা। আব্বাকে যারা এভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আজ (রোববার) মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় ছাত্তার প্রামাণিকের ছেলে রুবেল প্রামাণিক বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ ছাত্তার প্রামাণিকের মৃত্যু হয়েছে। আজ রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহত ছাত্তার প্রামাণিক জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি পূর্বপাড়ার বাসিন্দা।
জানা যায়, মাজেদা জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে কিশোর সোহান। গত বৃহস্পতিবার রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিল সোহান। পথিমধ্যে স্থানীয় কিশোর গ্যাং শামীমসহ ৪-৫ জন তাঁর কাছ থেকে জোরপূর্বক ২০০ টাকা নিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায় সোহান।
গতকাল (শনিবার) সোহানের বাবা রুবেল প্রামাণিক ও দাদা ছাত্তার প্রামাণিক বাড়ির পাশের দোকানে গিয়ে শামীমের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাঁদের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীমের সঙ্গে যোগ দেয় সাঈদ, সিয়াম, নুরাসহ আরও কয়েকজন। ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছাত্তার প্রামাণিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ছেলে রুবেল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে সোহান জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরও কয়েকজন সোহানের কাছ থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে জানালে আমি, আমার স্ত্রী ও আব্বাকে সঙ্গে নিয়ে বিষয়টি জানতে শামীমের কাছে যাই।’
তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর শামীম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আমার আব্বার বুকে ঘুষি দেয় শামীম, সিয়ামসহ কয়েকজন। এরপর আব্বা অসুস্থ হয়ে পরলে তাকে বাড়িতে এনে মাথায় পানি দিই, পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্বা। আব্বাকে যারা এভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আজ (রোববার) মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় ছাত্তার প্রামাণিকের ছেলে রুবেল প্রামাণিক বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৩ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে