ফরিদপুর প্রতিনিধি

‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক।
আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে।
নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান।
তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’
নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’
নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’

‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক।
আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে।
নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান।
তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’
নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’
নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৪ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে