ফরিদপুর প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের ফরিদপুরের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলা ভূমি অফিসের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে এ কে আজাদের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে মিছিলটি শহরের কাঠপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।
জানতে চাইলে হা-মীম গ্রুপের ভূমি কর্মকর্তা মো. রাফিজুল খান জানান, বিএনপির নেতারা গেটে আঘাত করলে সিকিউরিটি গার্ড মেহেদী হাসান এগিয়ে গিয়ে গেট খুলে দেন। ওই সময় ভেতরে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদসহ বিএনপির তিন–চারজন নেতা-কর্মী বাড়ির ভেতরে ঢোকেন।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, আজ বিকেলে এ কে আজাদের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গোপন মিটিং করা হবে। এমন খবরে তাৎক্ষণিকভাবে একটি মিছিল করি। তবে ওই সড়কে এ কে আজাদ সাহেবের বাড়ি ছিল, তা আমি জানতাম না।’
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ কে আজাদের বাড়িতে কিছু ঘটেছে বলে তাঁর জানা নেই। কেউ তাঁকে জানায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে আমি খবর পাই এ কে আজাদের বাড়িতে বিএনপির লোকজন গিয়েছে। এ খবর পাওয়ার পর দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।’

সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের ফরিদপুরের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলা ভূমি অফিসের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে এ কে আজাদের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান নেন। পরে মিছিলটি শহরের কাঠপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।
জানতে চাইলে হা-মীম গ্রুপের ভূমি কর্মকর্তা মো. রাফিজুল খান জানান, বিএনপির নেতারা গেটে আঘাত করলে সিকিউরিটি গার্ড মেহেদী হাসান এগিয়ে গিয়ে গেট খুলে দেন। ওই সময় ভেতরে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদসহ বিএনপির তিন–চারজন নেতা-কর্মী বাড়ির ভেতরে ঢোকেন।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, আজ বিকেলে এ কে আজাদের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গোপন মিটিং করা হবে। এমন খবরে তাৎক্ষণিকভাবে একটি মিছিল করি। তবে ওই সড়কে এ কে আজাদ সাহেবের বাড়ি ছিল, তা আমি জানতাম না।’
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ কে আজাদের বাড়িতে কিছু ঘটেছে বলে তাঁর জানা নেই। কেউ তাঁকে জানায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে আমি খবর পাই এ কে আজাদের বাড়িতে বিএনপির লোকজন গিয়েছে। এ খবর পাওয়ার পর দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৯ মিনিট আগে