ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগে