ফরিদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্যাপন হয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
আজ রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই এই বাংলাদেশ আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্যাপন হয়, একুশে ফেব্রুয়ারি, ষোল ডিসেম্বর উদ্যাপিত হয়। তাঁর কারণেই ছাব্বিশ মার্চ প্রাণের উৎসবে সবাই এক জায়গায় দাঁড়াই। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি না থাকে এর কিছুই থাকবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘এই ফরিদপুরে অন্যান্য সংগঠনের কিছুটা হলেও অস্তিত্ব আছে। কিন্তু তারা কখনই এই বর্ষবরণ উদ্যাপনে আগ্রহী থাকে না, তারা একুশে ফেব্রুয়ারি উদ্যাপনে উৎসাহিত হয় না। তারা ষোল ডিসেম্বর, ছাব্বিশ মার্চে প্রতি উদাসীন থাকে।
‘সুতরাং, আমরা এই বাঙালির আবহমানকালের যে সংস্কৃতি; যারা ধারণ করি তারা সকলে একই কাতারে দাঁড়াব এবং এই ফরিদপুরকে একটি নতুন ফরিদপুরে গড়ে তুলতে চাই।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রাণিসম্পদমন্ত্রী। শোভাযাত্রাটি রং-বেরঙের সাজে ও ঢাকের তালের নৃত্যে শহরের মুজিব সড়ক প্রদিক্ষণ করে। এতে ফুটে উঠে হাজার বছরের বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে কোর্ট চত্বর এলাকায় ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের বাসভবনে বাঙালি খাবার পান্তা-ইলিশের আয়োজন করা হয়। সেখানে অতিথিরা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্যাপন হয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
আজ রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই এই বাংলাদেশ আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্যাপন হয়, একুশে ফেব্রুয়ারি, ষোল ডিসেম্বর উদ্যাপিত হয়। তাঁর কারণেই ছাব্বিশ মার্চ প্রাণের উৎসবে সবাই এক জায়গায় দাঁড়াই। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি না থাকে এর কিছুই থাকবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘এই ফরিদপুরে অন্যান্য সংগঠনের কিছুটা হলেও অস্তিত্ব আছে। কিন্তু তারা কখনই এই বর্ষবরণ উদ্যাপনে আগ্রহী থাকে না, তারা একুশে ফেব্রুয়ারি উদ্যাপনে উৎসাহিত হয় না। তারা ষোল ডিসেম্বর, ছাব্বিশ মার্চে প্রতি উদাসীন থাকে।
‘সুতরাং, আমরা এই বাঙালির আবহমানকালের যে সংস্কৃতি; যারা ধারণ করি তারা সকলে একই কাতারে দাঁড়াব এবং এই ফরিদপুরকে একটি নতুন ফরিদপুরে গড়ে তুলতে চাই।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রাণিসম্পদমন্ত্রী। শোভাযাত্রাটি রং-বেরঙের সাজে ও ঢাকের তালের নৃত্যে শহরের মুজিব সড়ক প্রদিক্ষণ করে। এতে ফুটে উঠে হাজার বছরের বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে কোর্ট চত্বর এলাকায় ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের বাসভবনে বাঙালি খাবার পান্তা-ইলিশের আয়োজন করা হয়। সেখানে অতিথিরা অংশগ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে