Ajker Patrika

ফরিদপুরে স্যুটকেসে রাখা লাশ পাবনার মিলনের

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে স্যুটকেসে রাখা লাশ পাবনার মিলনের

ফরিদপুর বাস টার্মিনালে স্যুটকেসে রাখা লাশের পরিচয় ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করেছে পুলিশ। তার নাম মিলন প্রামাণিক (৪৫) এবং পাবনা জেলা সদরের চরতারাপুর এলাকার কাশেম প্রামাণিকের পুত্র। 

আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান। 

তবে এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে ওসি জানান। 

গত শনিবার বেলা ১১টায় ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাস টার্মিনালে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে তালাবদ্ধ একটি স্যুটকেসের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে একটি মাহিন্দ্রযোগে বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী স্যুটকেসটি রেখে যায়। সেখানে প্রায় দেড় ঘণ্টা স্যুটকেসটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে স্যুটকেসের তালা ভেঙে লাশ দেখতে পায়। 

এ ঘটনার পর আলোচনা সৃষ্টি হয় এবং লাশের পরিচয় শনাক্তে ও রহস্য উদ্‌ঘাটনে মাঠে নামে কোতোয়ালি থানা-পুলিশের একটি বিশেষ টিম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল গফফার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি করেন উপপরিদর্শক শামীম হাসান।’
 
কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। এ সব বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত