ফরিদপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচনী শিডিউল পরিবর্তন বিবেচনায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ সোমবার বিকেলে ফরিদপুরে প্রশাসন ও নির্বাচনে দায়িত্বাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বেলা ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে যে আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। এই শিডিউল পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। তবে, যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তারা নির্বাচনে আসলে শিডিউল পরিবর্তন করতে হলে করা হবে।’
তিনি আরও বলেন, এই নির্বাচন না করলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘প্রশাসনের কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করবেন না বলে আমাদের জানিয়েছেন। তাঁরা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তা ছাড়া, সরকারি কর্মকর্তা যাঁরা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য আলাদা একটি আইন আছে। সেখানে কঠোর শাস্তির কথা বলা আছে। কে সেই ঝুঁকি নিতে যাবে?’
এর আগে নির্বাচনী প্রস্তুতির সার্বিক বিষয়ে মতবিনিময় করেন এ নির্বাচন কমিশনার। এ সময় ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, র্যাব-১০ সিপিসি-৩-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার, বিজিবি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ নির্বাচনে দায়িত্বরত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচনী শিডিউল পরিবর্তন বিবেচনায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ সোমবার বিকেলে ফরিদপুরে প্রশাসন ও নির্বাচনে দায়িত্বাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বেলা ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে যে আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। এই শিডিউল পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। তবে, যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তারা নির্বাচনে আসলে শিডিউল পরিবর্তন করতে হলে করা হবে।’
তিনি আরও বলেন, এই নির্বাচন না করলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘প্রশাসনের কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করবেন না বলে আমাদের জানিয়েছেন। তাঁরা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তা ছাড়া, সরকারি কর্মকর্তা যাঁরা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য আলাদা একটি আইন আছে। সেখানে কঠোর শাস্তির কথা বলা আছে। কে সেই ঝুঁকি নিতে যাবে?’
এর আগে নির্বাচনী প্রস্তুতির সার্বিক বিষয়ে মতবিনিময় করেন এ নির্বাচন কমিশনার। এ সময় ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, র্যাব-১০ সিপিসি-৩-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার, বিজিবি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ নির্বাচনে দায়িত্বরত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১৭ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩২ মিনিট আগে