Ajker Patrika

শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে: ডা. প্রাণ গোপাল দত্ত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮: ১০
শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে: ডা. প্রাণ গোপাল দত্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে আপনি কখনো একজন ভালো ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।’

আজ রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে প্রথম বর্ষের (২০২২-২৩ সেশন) ছাত্রছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেড ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমান, বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, স্বাচিপের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত