দিনাজপুর প্রতিনিধি

মাঘের শুরুতে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের মানুষ। গত কয়েক দিন ধরে এ জেলায় শীতের দাপট বেড়েছে। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলেন, এত দিন রাতে কুয়াশাসহ শীতের তীব্রতা বেশি হলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলত। কিন্তু মাঘের শুরু থেকে হাড়কাঁপানো ঠান্ডা বইছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
অন্যদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। আলুচাষি রফিক মিয়া বলেন, ‘দুঃখের কথা কী কহবো (বলব) ভাই, আজকে খুব শীত, শীতের কারণে মাঠে থাকা যায় না, আলুর গাছও কুঁকড়ে যাচ্ছে, পচনও ধরবার পারে।’
ইজিবাইকচালক সাগর বলেন, ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষ বাসা থেকে কম বের হচ্ছে। যার ফলে আয় কমে গেছে। সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। তারপরও পেটের দায়ে শীতকে উপেক্ষা করে বের হতে হচ্ছে।
জেলা তথ্য অফিসের তথ্যমতে, আজ মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিমালয়ের অগ্রভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এর কারণে উত্তরে হিমেল হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর আবারও তাপমাত্রা কমতে পারে।

মাঘের শুরুতে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের মানুষ। গত কয়েক দিন ধরে এ জেলায় শীতের দাপট বেড়েছে। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলেন, এত দিন রাতে কুয়াশাসহ শীতের তীব্রতা বেশি হলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলত। কিন্তু মাঘের শুরু থেকে হাড়কাঁপানো ঠান্ডা বইছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
অন্যদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। আলুচাষি রফিক মিয়া বলেন, ‘দুঃখের কথা কী কহবো (বলব) ভাই, আজকে খুব শীত, শীতের কারণে মাঠে থাকা যায় না, আলুর গাছও কুঁকড়ে যাচ্ছে, পচনও ধরবার পারে।’
ইজিবাইকচালক সাগর বলেন, ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষ বাসা থেকে কম বের হচ্ছে। যার ফলে আয় কমে গেছে। সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। তারপরও পেটের দায়ে শীতকে উপেক্ষা করে বের হতে হচ্ছে।
জেলা তথ্য অফিসের তথ্যমতে, আজ মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিমালয়ের অগ্রভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এর কারণে উত্তরে হিমেল হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর আবারও তাপমাত্রা কমতে পারে।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৫ মিনিট আগে