আশিকুর রিমেল

ঢাকা: বাবার আদরটাই শুধু বোঝে দুই বছরের নূহা। প্রতিদিন সেই আদরের অপেক্ষায় থাকে। রোববারও দিনের শুরুতে বাবার কোলে কোলেই ছিল নূহা। দিন শেষে বাবা ফিরবেন, সেই অপেক্ষায় ছিল সে। কিন্তু বাবা আর ফেরেননি। নূহা দিনের শেষভাগেই চিরতরে হারিয়ে ফেলেছে বাবার কোল। মৃত্যু বোঝার বয়স হয়নি তার। কিছুই বুঝতে পারছে না। বাবার জন্য শেষ হচ্ছে না তার অপেক্ষা।
রোববার রাতে মগবাজারের ভয়াবহ বিস্ফোরণে নিহত সাত জনের মধ্যে একজন নূহার বাবা রুহুল আমিন নোমান। রাজধানীর শাহজাহানপুরে পরিবার নিয়ে থাকতেন নোমান। চাকরি করতেন মগবাজারের বেসরকারি একটি প্রতিষ্ঠানে। দুর্ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসের কাজে। বাইরের কাজ শেষ করে রাতে আবার একটা জরুরি কাজে বাসে করে অফিসে ফিরছিলেন। নোমান যখন কাকরাইলে, তখন সবশেষ কথা হয় তাঁর সহকর্মী খাদিমের সঙ্গে। এর আধা ঘণ্টা পরই ঘটে বিস্ফোরণ। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতভর পরিবারের পাশাপাশি বন্ধু-স্বজনেরা এখানে–ওখানে তাঁর সন্ধান পেতে চেষ্টা চালান। অবশেষে সোমবার সকালে পাওয়া যায় নোমানকে।
নোমানের ভগ্নিপতি মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে জানান, রোববার রাতে বাসায় ফিরে না আসায় নোমানের সন্ধান করা হয়। রাতভর হাসপাতাল থেকে হাসপাতালে খোঁজা হয় তাঁকে। পরিবারের পাশাপাশি তাঁর বন্ধু ও সহকর্মীরাও খুঁজতে থাকেন। আজ সোমবার সকালে টিভিতে খবর দেখে রমনা থানায় গিয়ে খোঁজ পাওয়া যায় তাঁর। সেখানে কিছু কাগজপত্রের পাশাপাশি নোমানের ব্যবহৃত সেলফোনটিও পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনেরা।
বিস্ফোরণের আগে নোমানের সঙ্গে সবশেষ কথা হয় তাঁর সহকর্মী খাদিমের। তিনি আজকের পত্রিকাকে বলেন, নোমানের সঙ্গে কথা বলার আধা ঘণ্টা পরেই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায় তাঁর। তখন থেকেই তাঁকে নিয়ে আশঙ্কা করা হচ্ছিল যে, হয়তো দুঃসংবাদ অপেক্ষা করছে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো।
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত রুহুল আমিন নোমানের (৩২) বাড়ি জয়পুরহাটে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি পরামর্শক প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরির কাজে প্রায়ই তাঁকে অফিসের বাইরে যেতে হতো। দুর্ঘটনার দিনও অফিসের কাজে বাইরে ছিলেন। সেখান থেকেই অফিসে ফিরছিলেন। স্বজনেরা জানিয়েছেন, নোমানের লাশ নিয়ে যাওয়া হবে জয়পুরহাটে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

ঢাকা: বাবার আদরটাই শুধু বোঝে দুই বছরের নূহা। প্রতিদিন সেই আদরের অপেক্ষায় থাকে। রোববারও দিনের শুরুতে বাবার কোলে কোলেই ছিল নূহা। দিন শেষে বাবা ফিরবেন, সেই অপেক্ষায় ছিল সে। কিন্তু বাবা আর ফেরেননি। নূহা দিনের শেষভাগেই চিরতরে হারিয়ে ফেলেছে বাবার কোল। মৃত্যু বোঝার বয়স হয়নি তার। কিছুই বুঝতে পারছে না। বাবার জন্য শেষ হচ্ছে না তার অপেক্ষা।
রোববার রাতে মগবাজারের ভয়াবহ বিস্ফোরণে নিহত সাত জনের মধ্যে একজন নূহার বাবা রুহুল আমিন নোমান। রাজধানীর শাহজাহানপুরে পরিবার নিয়ে থাকতেন নোমান। চাকরি করতেন মগবাজারের বেসরকারি একটি প্রতিষ্ঠানে। দুর্ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসের কাজে। বাইরের কাজ শেষ করে রাতে আবার একটা জরুরি কাজে বাসে করে অফিসে ফিরছিলেন। নোমান যখন কাকরাইলে, তখন সবশেষ কথা হয় তাঁর সহকর্মী খাদিমের সঙ্গে। এর আধা ঘণ্টা পরই ঘটে বিস্ফোরণ। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতভর পরিবারের পাশাপাশি বন্ধু-স্বজনেরা এখানে–ওখানে তাঁর সন্ধান পেতে চেষ্টা চালান। অবশেষে সোমবার সকালে পাওয়া যায় নোমানকে।
নোমানের ভগ্নিপতি মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে জানান, রোববার রাতে বাসায় ফিরে না আসায় নোমানের সন্ধান করা হয়। রাতভর হাসপাতাল থেকে হাসপাতালে খোঁজা হয় তাঁকে। পরিবারের পাশাপাশি তাঁর বন্ধু ও সহকর্মীরাও খুঁজতে থাকেন। আজ সোমবার সকালে টিভিতে খবর দেখে রমনা থানায় গিয়ে খোঁজ পাওয়া যায় তাঁর। সেখানে কিছু কাগজপত্রের পাশাপাশি নোমানের ব্যবহৃত সেলফোনটিও পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনেরা।
বিস্ফোরণের আগে নোমানের সঙ্গে সবশেষ কথা হয় তাঁর সহকর্মী খাদিমের। তিনি আজকের পত্রিকাকে বলেন, নোমানের সঙ্গে কথা বলার আধা ঘণ্টা পরেই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায় তাঁর। তখন থেকেই তাঁকে নিয়ে আশঙ্কা করা হচ্ছিল যে, হয়তো দুঃসংবাদ অপেক্ষা করছে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো।
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত রুহুল আমিন নোমানের (৩২) বাড়ি জয়পুরহাটে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি পরামর্শক প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরির কাজে প্রায়ই তাঁকে অফিসের বাইরে যেতে হতো। দুর্ঘটনার দিনও অফিসের কাজে বাইরে ছিলেন। সেখান থেকেই অফিসে ফিরছিলেন। স্বজনেরা জানিয়েছেন, নোমানের লাশ নিয়ে যাওয়া হবে জয়পুরহাটে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে