নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেড সুরক্ষাসহ ৬ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানান তাঁরা।
সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হয়েছে। ইতিমধ্যে সারা দেশে প্রায় ৩৫০টি কলেজ সরকারিকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানে সরকারিকরণের কাজ চূড়ান্ত করতে সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮ জারি করা হয়। কিন্তু এই বিধি অনুযায়ী অধিকাংশ শিক্ষক-কর্মচারীর পূর্বে প্রাপ্ত বেতন গ্রেড অবনমন করা হয়েছে, যা বেসরকারি আমলের বেতনের চেয়ে অনেক কম, বিষয়টি খুবই অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। সর্বশেষ শতাধিক কলেজে নিয়োগ প্রক্রিয়া শেষে সপ্তম গ্রেডধারী শিক্ষক ও কর্মচারীরা অবনমনকৃত গ্রেডে প্রায় ৭-১৫ হাজার টাকা কম বেতন-ভাতাদি পাওয়ায় তাঁরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া বেসরকারি আমলে আহরিত লাখ লাখ টাকাও ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি অবসরকালীন শ্রেণিভেদে ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবেন। এরই মধ্যে ৭ হাজার শিক্ষক-কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লিখিত বক্তব্যে ৬ দফা দাবি উত্থাপন করেন শামসুল আলম। এসব দাবির মধ্যে রয়েছে আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর কালো ধারা, উপধারা সংশোধন করে বেসরকারি আমলে এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৬ জুলাই সভার সুপারিশ বাস্তবায়ন করা, গ্রেড সুরক্ষা বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ করা, সপ্তম গ্রেডধারীদের প্রমোশন দিয়ে সহকারী অধ্যাপকের মর্যাদা দেওয়া, আত্মীকরণ থেকে বেসরকারি আমলের সময়কাল সরকারি হিসেবে নিয়ে পেনশন ও ছুটিসহ অন্যান্য সুবিধা দেওয়া এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া।
এদিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে গ্রেড সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব সাজেদুর রহমান লিটু, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীনসহ অন্যরা।

গ্রেড সুরক্ষাসহ ৬ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানান তাঁরা।
সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হয়েছে। ইতিমধ্যে সারা দেশে প্রায় ৩৫০টি কলেজ সরকারিকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানে সরকারিকরণের কাজ চূড়ান্ত করতে সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮ জারি করা হয়। কিন্তু এই বিধি অনুযায়ী অধিকাংশ শিক্ষক-কর্মচারীর পূর্বে প্রাপ্ত বেতন গ্রেড অবনমন করা হয়েছে, যা বেসরকারি আমলের বেতনের চেয়ে অনেক কম, বিষয়টি খুবই অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। সর্বশেষ শতাধিক কলেজে নিয়োগ প্রক্রিয়া শেষে সপ্তম গ্রেডধারী শিক্ষক ও কর্মচারীরা অবনমনকৃত গ্রেডে প্রায় ৭-১৫ হাজার টাকা কম বেতন-ভাতাদি পাওয়ায় তাঁরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া বেসরকারি আমলে আহরিত লাখ লাখ টাকাও ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি অবসরকালীন শ্রেণিভেদে ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবেন। এরই মধ্যে ৭ হাজার শিক্ষক-কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লিখিত বক্তব্যে ৬ দফা দাবি উত্থাপন করেন শামসুল আলম। এসব দাবির মধ্যে রয়েছে আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর কালো ধারা, উপধারা সংশোধন করে বেসরকারি আমলে এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৬ জুলাই সভার সুপারিশ বাস্তবায়ন করা, গ্রেড সুরক্ষা বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ করা, সপ্তম গ্রেডধারীদের প্রমোশন দিয়ে সহকারী অধ্যাপকের মর্যাদা দেওয়া, আত্মীকরণ থেকে বেসরকারি আমলের সময়কাল সরকারি হিসেবে নিয়ে পেনশন ও ছুটিসহ অন্যান্য সুবিধা দেওয়া এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া।
এদিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে গ্রেড সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব সাজেদুর রহমান লিটু, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীনসহ অন্যরা।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে