আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের।
সকালে ১৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা গান প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এঁদের বিরুদ্ধে মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে (হত্যা ও হত্যাচেষ্টা) জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ভবিষ্যতে প্রত্যেককে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
জানা গেছে, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ স ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন হত্যা মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার চার মামলায়, বংশাল থানার এক মামলায় হাজী সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, এবিএম ফজলে করিমকে কোতোয়ালি থানার এক মামলায়, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়; সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার তিন মামলায়; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে যাত্রাবাড়ী থানার ৫ মামলায়, বংশাল থানার দুই ও কোতোয়ালি থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখে তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পর্যায়ক্রমে সবাইকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আবার নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের।
সকালে ১৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা গান প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এঁদের বিরুদ্ধে মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে (হত্যা ও হত্যাচেষ্টা) জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ভবিষ্যতে প্রত্যেককে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
জানা গেছে, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ স ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন হত্যা মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার চার মামলায়, বংশাল থানার এক মামলায় হাজী সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, এবিএম ফজলে করিমকে কোতোয়ালি থানার এক মামলায়, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়; সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার তিন মামলায়; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে যাত্রাবাড়ী থানার ৫ মামলায়, বংশাল থানার দুই ও কোতোয়ালি থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখে তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পর্যায়ক্রমে সবাইকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আবার নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪১ মিনিট আগে