আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের।
সকালে ১৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা গান প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এঁদের বিরুদ্ধে মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে (হত্যা ও হত্যাচেষ্টা) জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ভবিষ্যতে প্রত্যেককে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
জানা গেছে, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ স ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন হত্যা মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার চার মামলায়, বংশাল থানার এক মামলায় হাজী সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, এবিএম ফজলে করিমকে কোতোয়ালি থানার এক মামলায়, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়; সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার তিন মামলায়; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে যাত্রাবাড়ী থানার ৫ মামলায়, বংশাল থানার দুই ও কোতোয়ালি থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখে তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পর্যায়ক্রমে সবাইকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আবার নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের।
সকালে ১৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা গান প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এঁদের বিরুদ্ধে মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে (হত্যা ও হত্যাচেষ্টা) জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ভবিষ্যতে প্রত্যেককে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
জানা গেছে, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ স ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন হত্যা মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার চার মামলায়, বংশাল থানার এক মামলায় হাজী সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, এবিএম ফজলে করিমকে কোতোয়ালি থানার এক মামলায়, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়; সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার তিন মামলায়; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে যাত্রাবাড়ী থানার ৫ মামলায়, বংশাল থানার দুই ও কোতোয়ালি থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখে তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পর্যায়ক্রমে সবাইকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আবার নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে