নিজস্ব প্রতিবেদক, সাভার

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে