নিজস্ব প্রতিবেদক, সাভার

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে