নিজস্ব প্রতিবেদক, সাভার

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে।
শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে।
খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।
সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’
ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’
সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে