নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন । এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
প্রত্যয় সরকার সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
গত শনিবার সকাল ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রত্যয় সরকার মারা যান।
প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এর আগে গত রোববার সিআরপি শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ৩০টি বাস আটক করে। বাসগুলো শিক্ষার্থীদের হেফাজতে রয়েছে বলে তারা জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনকে ৬ দফার দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে, দুর্ঘটনার জন্য দায়ী ঠিকানা পরিবহনের বাসের চালক ও হেলপারকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সাভারের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, নিহত প্রত্যয়ের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যয়ের স্মৃতি সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে, বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করতে হবে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে এবং সাভারের সকল দুর্ঘটনা প্রবণ জায়গায় স্পিডব্রেকার দিতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সিআরপি নার্সিং কলেজের বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা রানী পাল বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। এ কাজটি করতে হবে প্রশাসন এবং পুলিশকে। কিন্তু দায়িত্ব পালনে তাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। এ কারণেই মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি এবং দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে । আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন । এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
প্রত্যয় সরকার সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
গত শনিবার সকাল ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রত্যয় সরকার মারা যান।
প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এর আগে গত রোববার সিআরপি শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ৩০টি বাস আটক করে। বাসগুলো শিক্ষার্থীদের হেফাজতে রয়েছে বলে তারা জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনকে ৬ দফার দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে, দুর্ঘটনার জন্য দায়ী ঠিকানা পরিবহনের বাসের চালক ও হেলপারকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সাভারের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, নিহত প্রত্যয়ের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যয়ের স্মৃতি সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে, বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করতে হবে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে এবং সাভারের সকল দুর্ঘটনা প্রবণ জায়গায় স্পিডব্রেকার দিতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সিআরপি নার্সিং কলেজের বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা রানী পাল বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। এ কাজটি করতে হবে প্রশাসন এবং পুলিশকে। কিন্তু দায়িত্ব পালনে তাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। এ কারণেই মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি এবং দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে । আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৯ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে