জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যেমন আচরণ করতে দেখেছি, আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে দেখতে পারছি ছাত্রদল একই আচরণ করছে। পুনরায় কেউ যদি ফ্যাসিস্ট আচরণ করেন, তাহলে পুনরায় ১৫ জুলাইয়ের ডাক দেওয়া হবে।’
বিক্ষোভে জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, ‘একটি সংগঠন বলেছে আমরা যেন তাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেই। কিন্তু সেই দলেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির প্রোগ্রামে ভিন্ন একটি দলের ট্যাগ দিয়ে সেখানে অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি করেছে। সেই একই কর্মী গতকাল শিক্ষার্থীদের ওপর হামলা করল। তার মানে সেই সংগঠনের ভুল ধরিয়ে দেওয়ার কথাগুলো শুধুই মেকি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো দেখতে পারছি-জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগের কারও বিচার হয়নি। যার ফলে একটি দল মনে করছে-তাদের কাজের বিচার হবে না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেমন আচরণ করেছে, আমরা দেখতে পারছি ছাত্রদলও একই আচরণ করছে। আমরা এটা মোটেও আশা করি না। তাদেরকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখতে চাই। আমরা প্রশাসনের অবহেলা দেখতে পারছি এ ঘটনায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বিক্ষোভে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আবদুল আলীম আরিফ বলেন, ‘এক পলাতক ফ্যাসিস্ট হাসিনার দল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে হত্যা-ধর্ষণ করেছে। আমরা এক নব্য ফ্যাসিস্টদের দেখতে পারছি, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা আপনাদের অনুরোধ করব-শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করেন। আমরা প্রশাসনকে বলব-তারা যেন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে।’
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘ক্যাম্পাসে অপরাজনীতি চর্চার চেষ্টা করবেন না। প্রয়োজনে আরেকবার ১৫ জুলাই আসবে, ৫ আগস্ট আসবে তবুও আমরা পুনরায় ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হতে দেব না। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি-আপনারা ক্যাম্পাস নিরাপদ রাখুন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করুন। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। পরিণতি ভালো হবে না।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আবুল বাসার বলেন, ‘আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখায় ঘটনাস্থল থেকে আমরা সরে আসতে পারি নাই। আকাশকে পরে আমরা ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পরে আমাদের এক শিক্ষক এসে হামলাকারীদের থামায়।’
গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তাঁর প্রতিবাদ করেন। পরে তাদের ওপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এ হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাশের বিরুদ্ধে। অনিক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের কর্মী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যেমন আচরণ করতে দেখেছি, আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে দেখতে পারছি ছাত্রদল একই আচরণ করছে। পুনরায় কেউ যদি ফ্যাসিস্ট আচরণ করেন, তাহলে পুনরায় ১৫ জুলাইয়ের ডাক দেওয়া হবে।’
বিক্ষোভে জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, ‘একটি সংগঠন বলেছে আমরা যেন তাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেই। কিন্তু সেই দলেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির প্রোগ্রামে ভিন্ন একটি দলের ট্যাগ দিয়ে সেখানে অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি করেছে। সেই একই কর্মী গতকাল শিক্ষার্থীদের ওপর হামলা করল। তার মানে সেই সংগঠনের ভুল ধরিয়ে দেওয়ার কথাগুলো শুধুই মেকি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো দেখতে পারছি-জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগের কারও বিচার হয়নি। যার ফলে একটি দল মনে করছে-তাদের কাজের বিচার হবে না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেমন আচরণ করেছে, আমরা দেখতে পারছি ছাত্রদলও একই আচরণ করছে। আমরা এটা মোটেও আশা করি না। তাদেরকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখতে চাই। আমরা প্রশাসনের অবহেলা দেখতে পারছি এ ঘটনায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বিক্ষোভে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আবদুল আলীম আরিফ বলেন, ‘এক পলাতক ফ্যাসিস্ট হাসিনার দল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে হত্যা-ধর্ষণ করেছে। আমরা এক নব্য ফ্যাসিস্টদের দেখতে পারছি, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা আপনাদের অনুরোধ করব-শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করেন। আমরা প্রশাসনকে বলব-তারা যেন এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে।’
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘ক্যাম্পাসে অপরাজনীতি চর্চার চেষ্টা করবেন না। প্রয়োজনে আরেকবার ১৫ জুলাই আসবে, ৫ আগস্ট আসবে তবুও আমরা পুনরায় ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হতে দেব না। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি-আপনারা ক্যাম্পাস নিরাপদ রাখুন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করুন। ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। পরিণতি ভালো হবে না।’
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আবুল বাসার বলেন, ‘আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখায় ঘটনাস্থল থেকে আমরা সরে আসতে পারি নাই। আকাশকে পরে আমরা ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পরে আমাদের এক শিক্ষক এসে হামলাকারীদের থামায়।’
গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তাঁর প্রতিবাদ করেন। পরে তাদের ওপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এ হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাশের বিরুদ্ধে। অনিক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের কর্মী।
শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠা-নামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর সায়দাবাদ এলাকায় জনপদের মোড় অবরোধ করেছেন বাসশ্রমিকেরা। ফলে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার পর থেকে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা...
৫ মিনিট আগেরাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য এবং কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১২ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক পৃথক পৃথকভাবে এসব...
৯ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় সেতুর মাঝখানে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগে‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে