Ajker Patrika

সাভারে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৮

সাভার (ঢাকা) প্রতিনিধি 
ঢাকার সাভারে রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
ঢাকার সাভারে রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এই সংঘর্ষ ঘটে। আহতরা হলেন শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ ও জহিরুল ইসলাম। তাঁরা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা। তাঁদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি সরু কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। রাস্তার কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন জমির ওপর হওয়ায় সম্প্রতি মালিক আবুল হোসেন তাতে দেয়াল নির্মাণ করেন। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে ওই দেয়াল ভেঙে ফেলে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার দিকে আবুল হোসেনের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ অন্য পক্ষের। পরে পুলিশের উপস্থিতিতে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় ইট ছোড়ে দুই পক্ষ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান বলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখনই আবুল হোসেনের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষ হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত