
ঈদের কেনাকাটা করে বড় ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি ভ্যানে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিল ৭ বছরের হোসাইন। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানেই বাঁ পা থেঁতলে যায় হোসাইনের।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলা হয়েছে। অচেতন অবস্থা থেকে ফিরলেও শিশু হোসাইন এখনো জানে না ঈদে কেনা জুতো জোড়া আর পরা হবে না তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না। তবে শিশুটিকে এখনো জানানো হয়নি।
আজ সোমবারও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের নিচতলায় ‘এ’ ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি রয়েছে ছোট্ট হোসাইন।
শিশু হোসাইনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। সেখানকার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে। হাসপাতালে ছোট ভাইকে দেখাশোনা করছেন বড় ভাই হারুন। অভাবের পরিবারে আছেন ভ্যানচালক বাবা আর মা। বড় ভাই হারুন চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হারুন আজকের পত্রিকাকে জানান, ঈদের নতুন জুতার আবদার করেছিল ছোট ভাই। বাবার সেই সামর্থ্য না থাকায় ঈদের আগের দিন উপজেলা শহরে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাটারিচালিত একটি ভ্যানের বাঁ পাশে বসেছিল হোসাইন। তিনি বসেছিলেন ডান দিকে। উল্টো দিক থেকে আরেকটি খালি ভ্যান এসে হোসাইনের বাঁ পায়ে হাঁটুর কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অচেতন হয়ে যায় হোসাইন। সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় জীবননগর সরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেদিন রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হোসাইনকে।
হারুন আরও জানান, চিকিৎসকেরা বলেছেন, হোসাইনের পায়ের রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোভাবেই পা-টা রাখা সম্ভব হবে না। বেশি দিন হয়ে গেল পচন ধরতে পারে। তাই যত দ্রুত সম্ভব কেটে ফেলতে পারলে ভালো।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে