
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘গত পরশুদিন আমি হোম মিনিস্টারকে (স্বরাষ্ট্রমন্ত্রী) জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন, আপনি আমাদের বড় ভাই, দেখবেন একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। আমি তাঁকে বিশ্বাস করেছি।’
আজ বুধবার টাঙ্গাইল সখীপুরের বড়চওনা ইউনিয়নের দেবরাজ বাজারে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় নির্বাচন হয়েছে। ওই সময় নির্বাচন কমিশনার বলেছিলেন–ভোট চুরি হবে না, প্রশাসনও বলেছিল ভোট চুরি হবে না, সেখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার গামছার প্রার্থী বিজয়ী হয়েছে।’
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চাইব, আপনারা আমার গামছা মার্কায় ভোট দেন। যদি না দেন; আমি তাহলেও বলব-আমার চাওয়া হচ্ছে ভোটারেরা যেন নিরাপদে ইচ্ছামতো ভোট দিতে পারেন।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীরা নাকি নৌকা মার্কা (প্রতীক) পেলেই জিতে যায়, আমার চাওয়া হচ্ছে–মার্কা পেলেই জেতা যাবে না। কাজ করতে হবে, মানুষকে সম্মান করতে হবে।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘২০১৮ সালে নির্বাচনে চুরি করার কারণে আমরা আর নির্বাচনে যাই নাই। কিন্তু সেদিন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন–আমি চুরি চাই না, নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার করা হোক এটা আমি তা চাই না। আমি এই কথা বিশ্বাস করেছি। বঙ্গবন্ধু কন্যা আমার বোন শেখ হাসিনা এ কথা বলার পরেও যদি ভোট চুরি হয়, তবে এটি সম্পূর্ণ তাঁর দোষ।’
এ সময় পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মিজানুর রহমান, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে বড়চওনা, হাতীবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী দিয়েছে।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৮ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে