Ajker Patrika

সিরাজদিখানে স্বতন্ত্রের সমর্থকের কবজি কেটে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

সিরাজদিখান প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১: ১৮
সিরাজদিখানে স্বতন্ত্রের সমর্থকের কবজি কেটে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. নয়ন (২৫) নামের এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কবজি কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার সকালে তাঁর মা পারভিন আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় মো. সিফাত (১৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আহত মো. নয়ন উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত মজিবরের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার রাজানগর বাজারে ফার্মেসি থেকে নয়ন তাঁর স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দেন। খালপাড় সেতুর উত্তর পাশে আক্কাসের দোকানের সামনে পৌঁছালে নুর আলম (৩৫), জয়নাল (৩৮), সিফাত (১৯), সোহাগ (২৫), ফাহাদসহ (২০) অজ্ঞাতনামা ৫-৬ জন মিলে রামদা দিয়ে নয়নকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে ডান হাতের তিনটি আঙুল ও বাম কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

এ ঘটনায় আজ সোমবার সকালে সিরাজদিখান থানায় নয়নের মা পারভীন আক্তার বাদী হয়ে মামলা করেন। দুপুর ১২টার দিকে সিফাতকে (১৯) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা হয়েছে। তবে কবজি পাওয়া যায়নি। এ ঘটনায় একই এলাকার সিফাত নামের একজনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত