হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের ৬ নম্বর বয়ড়া ইউনিয়নে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে বেশি দামে বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৮ ঘন্টা বসে থেকেও পণ্য পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে ভুক্তভোগীরা বিক্ষুব্ধ হয়ে টিসিবির পণ্যবাহী ট্রাকটি আটকে রাখেন।
বয়ড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী বলেন, ‘দুপুর দুইটা থেকে বসে থেকেও আমার ওয়ার্ডের পাঁচজন পণ্য পায়নি। ডিলারের লোকজন ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের যোগসাজেশে কার্ড ছাড়া মাল বিক্রি করায় মাল কম পরেছে।’
২ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ‘ইউনিয়নে ৮২ জন টিসিবির পণ্য পায়নি। টোটাল ৫২০ জন মাল পাবে। ডিলার বাদল মোল্লার লোকজন কার্ডধারীদের মাল না দিয়ে বেশি দামে বাইরে বিক্রি করায় কম পড়েছে।’
টিসিবির পণ্য ডিলার মোল্লা ট্রেডার্সের কর্মচারী শরিফুল ইসলাম বলেন, ‘যাত্রাপুর ৫ নম্বর ওয়ার্ড সদস্য কালিখোলা এলাকায় ২৬০ জনের মাল নেওয়ায় কম পড়েছে। ওখানে পণ্য কম দেওয়ার কথা ছিল।’
এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী বলেন, ‘আমার কাছে ১৭৮ জনের কার্ড রয়েছে। আমরা ১৭৮ জনের পণ্য নিয়েছি। ডিলারের লোকজন কালীখোলায় মাল বিক্রি করেছে। বেশি বিক্রির বিষয়ে আমি জানিনা।’
২ নং ওয়ার্ডের কার্ডধারি মঞ্জু বেগম বলেন, ‘রোজা থেকে পণ্যের জন্য বসে আছি। তিন গ্লাস পানি খেয়ে ইফতার করছি। রাত আটটা বাজে এখনো পাইনি।’
৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘আমার ইউনিয়নে ৫২০ জন কার্ডধারী পণ্য পাবে। ডিলার মোল্লা ট্রেডার্সকে ৫২০ জন কার্ডধারীকে পণ্য বুঝিয়ে দিতে হবে।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘কার্ডধারীদের পণ্য ডিলারের কর্ণধারকেই দিতে হবে। পণ্য কম দিতে পারবেনা। আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

মানিকগঞ্জের হরিরামপুরের ৬ নম্বর বয়ড়া ইউনিয়নে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে বেশি দামে বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৮ ঘন্টা বসে থেকেও পণ্য পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে ভুক্তভোগীরা বিক্ষুব্ধ হয়ে টিসিবির পণ্যবাহী ট্রাকটি আটকে রাখেন।
বয়ড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী বলেন, ‘দুপুর দুইটা থেকে বসে থেকেও আমার ওয়ার্ডের পাঁচজন পণ্য পায়নি। ডিলারের লোকজন ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের যোগসাজেশে কার্ড ছাড়া মাল বিক্রি করায় মাল কম পরেছে।’
২ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ‘ইউনিয়নে ৮২ জন টিসিবির পণ্য পায়নি। টোটাল ৫২০ জন মাল পাবে। ডিলার বাদল মোল্লার লোকজন কার্ডধারীদের মাল না দিয়ে বেশি দামে বাইরে বিক্রি করায় কম পড়েছে।’
টিসিবির পণ্য ডিলার মোল্লা ট্রেডার্সের কর্মচারী শরিফুল ইসলাম বলেন, ‘যাত্রাপুর ৫ নম্বর ওয়ার্ড সদস্য কালিখোলা এলাকায় ২৬০ জনের মাল নেওয়ায় কম পড়েছে। ওখানে পণ্য কম দেওয়ার কথা ছিল।’
এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী বলেন, ‘আমার কাছে ১৭৮ জনের কার্ড রয়েছে। আমরা ১৭৮ জনের পণ্য নিয়েছি। ডিলারের লোকজন কালীখোলায় মাল বিক্রি করেছে। বেশি বিক্রির বিষয়ে আমি জানিনা।’
২ নং ওয়ার্ডের কার্ডধারি মঞ্জু বেগম বলেন, ‘রোজা থেকে পণ্যের জন্য বসে আছি। তিন গ্লাস পানি খেয়ে ইফতার করছি। রাত আটটা বাজে এখনো পাইনি।’
৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘আমার ইউনিয়নে ৫২০ জন কার্ডধারী পণ্য পাবে। ডিলার মোল্লা ট্রেডার্সকে ৫২০ জন কার্ডধারীকে পণ্য বুঝিয়ে দিতে হবে।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘কার্ডধারীদের পণ্য ডিলারের কর্ণধারকেই দিতে হবে। পণ্য কম দিতে পারবেনা। আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে