প্রতিনিধি, রাজনগর(মৌলভীবাজার)

শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন সোলাইমান মোল্লা (৪৫)। গাজীপুরের কোনাবাড়ীতে ভাঙারির ব্যবসা করেন। সারা দিন বিভিন্ন জায়গায় ভাঙারি কেনাবেচা করে বাসায় ফিরছিলেন। হুট করে বিস্ফোরণের শব্দ শুনতে পান, তারপরই সারা শরীরে আগুন লেগে যায়। শ্বাসনালিসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে তাঁর।
গাজীপুরের কালিয়াকৈরে গত বুধবার বিকেলে সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের অধিকাংশই সোলাইমানের মতো পথচারী। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন নারী-পুরুষ, শিশুসহ ৩৬ জন। তাদের ৩৪ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, দগ্ধদের কারও অবস্থাই শঙ্কামুক্ত নয়।
সোলেমান তাঁর স্ত্রীকে নিয়ে কয়েক বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জীবিকার তাগিদে গাজীপুর এসেছিলেন। স্ত্রী শাপলা কাজ করেন একটি কারখানায়। গতকাল বার্ন ইনস্টিটিউটে কথা হয় শাপলার সঙ্গে। তিনি বলেন, ‘অবস্থা বালো না বাজান। মানুষটার এক পা খাটো। আগুনে পুইড়া হেইডা আরও খাটো হয়া গেছে। দেহার মতো অবস্থা নাই। খালি বাড়িয়ালার দোষে আইজকা আমার স্বামীর এই দশা। বাড়িয়ালার কী বিচার অবো?’
বগুড়ার শিববাড়ির মনসুর পেশায় পোশাককর্মী। তাঁর শ্বাসনালিসহ শরীরের প্রায় সবটুকুই পুড়েছে। খবর শুনে বগুড়া থেকে ছুটে এসেছেন ভাই আবদুল কাদের। তিনি বলেন, ‘এখনো মনসুরকে দেখতে পারি নাই। কী অবস্থা জানি না। ওর আশপাশে যারা ছিল, তাদের কাছে শুনেছি, ইফতারি কিনতে যাওয়ার সময় তার শরীরে সিলিন্ডারের আগুন লাগছে।’
ইফতারের জন্য রুটি বানাচ্ছিলেন নাজমা বেগম। স্বামী আবদুল কুদ্দুস সহযোগিতা করছিলেন। এমন সময় বাড়ির বাইরে শোরগোল শুনে এগিয়ে যান কুদ্দুস। দেখতে পান, ঘরের কাছেই একটি লিক হওয়া গ্যাসের সিলিন্ডার এনে রেখেছেন বাড়ির মালিক। সেটা থেকে গ্যাস বের হচ্ছে, আর অনেক মানুষ ভিড় করে দেখছে। সে দলে যোগ দেন কুদ্দুসও। কিছুক্ষণ পর সারা শরীরে আগুন নিয়ে ঘরে ফেরেন কুদ্দুস।
শরীরে ৮৫ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘শরীরে আগুন নিয়া আইসা স্বামী আমারে কইতাছে, “আমারে বাঁচা। ফ্রিজের মধ্যে ডিম আছে, বাইর কইরা আমার শরীরে ভাইঙ্গা দে।” ফ্রিজে ১০-১২টা ডিম আছিল। আমি সবডিই ভাইঙ্গা তার গায়ে মাইখা দিছি। একসময় স্বামীর চেহারা দেইহা আমিই ভয় পায়া যাই। এ্যার মধ্যেই কহন জানি আমি বেহুঁশ (অজ্ঞান) হয়া গেছি।’
আবদুল কুদ্দুস, সোলাইমান, মনসুরসহ যাঁরা দগ্ধ হয়েছেন, তাঁদের সবার স্বজনেরা ভিড় করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছয়তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বাইরে। তাঁদের সময় কাটছে চরম উৎকণ্ঠায়। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের প্রধান ডা. প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘দগ্ধদের পাঁচ-ছয়জন ছাড়া সবার অবস্থাই আশঙ্কাজনক।’
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের বলেন, দগ্ধ রোগীদের কেউই শঙ্কামুক্ত নয়। মেডিকেল বোর্ড বসিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবারই শ্বাসনালি পুড়েছে। ছয়জন আইসিইউতে আছে। তাঁদের ৯০ ভাগের বেশি দগ্ধ। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১০ বছর বা তার কম বয়সী ৭ জন এবং ১১ থেকে ১৮ বছর বয়সী ৬ জন। এই ১৩ জনের প্রত্যেকের শরীরের ১০ শতাংশের বেশি পুড়েছে। কারও কারও ৩০ ভাগের বেশি পুড়েছে।
তদন্ত কমিটি গঠন
সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে আগুনের ঘটনায় গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম।
আরও পড়ুন—

শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন সোলাইমান মোল্লা (৪৫)। গাজীপুরের কোনাবাড়ীতে ভাঙারির ব্যবসা করেন। সারা দিন বিভিন্ন জায়গায় ভাঙারি কেনাবেচা করে বাসায় ফিরছিলেন। হুট করে বিস্ফোরণের শব্দ শুনতে পান, তারপরই সারা শরীরে আগুন লেগে যায়। শ্বাসনালিসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে তাঁর।
গাজীপুরের কালিয়াকৈরে গত বুধবার বিকেলে সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের অধিকাংশই সোলাইমানের মতো পথচারী। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন নারী-পুরুষ, শিশুসহ ৩৬ জন। তাদের ৩৪ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, দগ্ধদের কারও অবস্থাই শঙ্কামুক্ত নয়।
সোলেমান তাঁর স্ত্রীকে নিয়ে কয়েক বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জীবিকার তাগিদে গাজীপুর এসেছিলেন। স্ত্রী শাপলা কাজ করেন একটি কারখানায়। গতকাল বার্ন ইনস্টিটিউটে কথা হয় শাপলার সঙ্গে। তিনি বলেন, ‘অবস্থা বালো না বাজান। মানুষটার এক পা খাটো। আগুনে পুইড়া হেইডা আরও খাটো হয়া গেছে। দেহার মতো অবস্থা নাই। খালি বাড়িয়ালার দোষে আইজকা আমার স্বামীর এই দশা। বাড়িয়ালার কী বিচার অবো?’
বগুড়ার শিববাড়ির মনসুর পেশায় পোশাককর্মী। তাঁর শ্বাসনালিসহ শরীরের প্রায় সবটুকুই পুড়েছে। খবর শুনে বগুড়া থেকে ছুটে এসেছেন ভাই আবদুল কাদের। তিনি বলেন, ‘এখনো মনসুরকে দেখতে পারি নাই। কী অবস্থা জানি না। ওর আশপাশে যারা ছিল, তাদের কাছে শুনেছি, ইফতারি কিনতে যাওয়ার সময় তার শরীরে সিলিন্ডারের আগুন লাগছে।’
ইফতারের জন্য রুটি বানাচ্ছিলেন নাজমা বেগম। স্বামী আবদুল কুদ্দুস সহযোগিতা করছিলেন। এমন সময় বাড়ির বাইরে শোরগোল শুনে এগিয়ে যান কুদ্দুস। দেখতে পান, ঘরের কাছেই একটি লিক হওয়া গ্যাসের সিলিন্ডার এনে রেখেছেন বাড়ির মালিক। সেটা থেকে গ্যাস বের হচ্ছে, আর অনেক মানুষ ভিড় করে দেখছে। সে দলে যোগ দেন কুদ্দুসও। কিছুক্ষণ পর সারা শরীরে আগুন নিয়ে ঘরে ফেরেন কুদ্দুস।
শরীরে ৮৫ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘শরীরে আগুন নিয়া আইসা স্বামী আমারে কইতাছে, “আমারে বাঁচা। ফ্রিজের মধ্যে ডিম আছে, বাইর কইরা আমার শরীরে ভাইঙ্গা দে।” ফ্রিজে ১০-১২টা ডিম আছিল। আমি সবডিই ভাইঙ্গা তার গায়ে মাইখা দিছি। একসময় স্বামীর চেহারা দেইহা আমিই ভয় পায়া যাই। এ্যার মধ্যেই কহন জানি আমি বেহুঁশ (অজ্ঞান) হয়া গেছি।’
আবদুল কুদ্দুস, সোলাইমান, মনসুরসহ যাঁরা দগ্ধ হয়েছেন, তাঁদের সবার স্বজনেরা ভিড় করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছয়তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বাইরে। তাঁদের সময় কাটছে চরম উৎকণ্ঠায়। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের প্রধান ডা. প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘দগ্ধদের পাঁচ-ছয়জন ছাড়া সবার অবস্থাই আশঙ্কাজনক।’
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের বলেন, দগ্ধ রোগীদের কেউই শঙ্কামুক্ত নয়। মেডিকেল বোর্ড বসিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবারই শ্বাসনালি পুড়েছে। ছয়জন আইসিইউতে আছে। তাঁদের ৯০ ভাগের বেশি দগ্ধ। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১০ বছর বা তার কম বয়সী ৭ জন এবং ১১ থেকে ১৮ বছর বয়সী ৬ জন। এই ১৩ জনের প্রত্যেকের শরীরের ১০ শতাংশের বেশি পুড়েছে। কারও কারও ৩০ ভাগের বেশি পুড়েছে।
তদন্ত কমিটি গঠন
সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে আগুনের ঘটনায় গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম।
আরও পড়ুন—

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১২ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে