রংপুর প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (জাপা) নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
শনিবার সন্ধ্যায় রংপুরে মাওলানা কেরামত আলীর (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, চলমান ধর্মঘট মালিক সমিতির ডাকা নয়। সাধারণ মালিকেরা এটা করছেন। আর তাঁদের ওপর বেশি চাপ সৃষ্টি করলে আমাদের নেতৃত্ব থাকবে না।
তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এতে করে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে।
তাঁর দাবি, জ্বালানির দাম একলাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না। তিনি অবগত থাকলে এতে সম্মত হতেন না।
জাপা নেতা রাঙ্গা বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সর্বত্র পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেচ কাজে ডিজেল ব্যবহার হওয়ায় কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। সবদিক বিবেচনায় সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও সমালোচনা করেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। এর ওপর কোনো কারণ ছাড়াই সেতু নির্মাণের এত বছর পর ২০০ টাকা টোল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত অমানবিক।
এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (জাপা) নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
শনিবার সন্ধ্যায় রংপুরে মাওলানা কেরামত আলীর (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, চলমান ধর্মঘট মালিক সমিতির ডাকা নয়। সাধারণ মালিকেরা এটা করছেন। আর তাঁদের ওপর বেশি চাপ সৃষ্টি করলে আমাদের নেতৃত্ব থাকবে না।
তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এতে করে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে।
তাঁর দাবি, জ্বালানির দাম একলাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না। তিনি অবগত থাকলে এতে সম্মত হতেন না।
জাপা নেতা রাঙ্গা বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সর্বত্র পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেচ কাজে ডিজেল ব্যবহার হওয়ায় কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। সবদিক বিবেচনায় সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও সমালোচনা করেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। এর ওপর কোনো কারণ ছাড়াই সেতু নির্মাণের এত বছর পর ২০০ টাকা টোল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত অমানবিক।
এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে