নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় গভীরভাবে শোকাহত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এমএসএফ বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে আইনানুগ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আহত শতাধিক মানুষ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৯ জন। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।
এই মর্মান্তিক ঘটনা জনগণের মধ্যে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, এটি কোনো নিছক দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহিতার অভাব ও বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে সংশ্লিষ্টরা। অল্প সময়ের ব্যবধানে সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, এলিফ্যান্ট রোডে ভবনে বিস্ফোরণ এবং এরপর সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেটের বিস্ফোরণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। প্রতিটি ঘটনায় শ্রমিক, কর্মচারীসহ সাধারণ মানুষ হতাহতের শিকার হয়েছেন।
এমএসএফ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সব ধরনের উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে সরকারের সুদৃঢ় পদক্ষেপ গ্রহণসহ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় গভীরভাবে শোকাহত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এমএসএফ বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে আইনানুগ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আহত শতাধিক মানুষ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৯ জন। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।
এই মর্মান্তিক ঘটনা জনগণের মধ্যে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, এটি কোনো নিছক দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহিতার অভাব ও বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে সংশ্লিষ্টরা। অল্প সময়ের ব্যবধানে সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, এলিফ্যান্ট রোডে ভবনে বিস্ফোরণ এবং এরপর সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেটের বিস্ফোরণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। প্রতিটি ঘটনায় শ্রমিক, কর্মচারীসহ সাধারণ মানুষ হতাহতের শিকার হয়েছেন।
এমএসএফ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সব ধরনের উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে সরকারের সুদৃঢ় পদক্ষেপ গ্রহণসহ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে