সাভার (ঢাকা) প্রতিনিধি

মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।
সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।
সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
১১ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৪০ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে