মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।
সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে