Ajker Patrika

সাভারে কেকের প্যাকেটে লুকানো ১১০০ পিস ইয়াবা জব্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২: ০৬
সাভারে কেকের প্যাকেটে লুকানো ১১০০ পিস ইয়াবা জব্দ

কেকের প্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ ইয়াবা বড়ি জব্দ করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় আবদুল্লাহ আল মামুন (৩৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি সুজন খান (২২) পলাতক।

মামুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। 

সাভার মডেল থানার এসআই হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা গেলেও তাঁর সঙ্গে থাকা সুজন পালিয়ে যান। এ সময় মামুনের হাতে থাকা কেকের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ বড়ি ইয়াবা জব্দ করা হয়। মামুন বিভিন্ন সময়ে কৌশলে কক্সবাজার থেকে মাদক নিয়ে আসেন। টাঙ্গাইলে বিভিন্ন মামলা থাকার কারণে গোপনে সাভারের আউকপাড়ায় স্ত্রীসহ বসবাস করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত