গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী প্রচারের গাড়ি চাপায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত শিশুর মা মিমি আক্তার।
গত ১৬ মে তিনি বাদী হয়ে এ মামলা করেন। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান।
এদিকে নির্বাচনী প্রচারের গাড়ি চাপায় এ ঘটনার অভিযোগে উপজেলা পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মামুনুল করিম বরারবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রক্ষিতে তিন সসদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
নিহত শিশু নাম ইয়াসিন (৪)। সে গাজীপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব এলাকার জহিরুল ইসলামের ছেলে। শিশুটি তার মায়ের সাথে শ্রীপুর উপজেলার মূলাইদ গ্রামের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে (বুধবার) সকাল ১০টার দিকে মুলাইদ সফিক মোড় এলাকায় অজ্ঞাত মাইক্রোবাস চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় শিশু ইয়াসিনকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
এরপর স্থানীয়দের সহযোগিতায় শিশুকে উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হলে পথি মধ্যে শিশুর অবস্থার অবনতি হলে ত্রিশাল উপজেলার এমসি নামের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটা দিকে শিশুর মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান বলেন, শিশু মৃত্যুর বিষয়টি আমলে নিয়ে থানায় মামলা রুজু হয়েছে। অজ্ঞাতনামা চালক ও গাড়ি শনাক্ত করতে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে চালককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
উল্লেখ্য, চাপা দেওয়া গাড়িটি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণরায় ব্যবহৃত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুল করিম বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। নির্বাচনে ঘোড়া প্রতীকের অপর প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। তাঁর কর্মী আশিক বিন ইদ্রিস বাদী হয়ে এ অভিযোগ দেন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে