সাভার (ঢাকা) প্রতিনিধি

অব্যাহতি চেয়ে বহিষ্কৃত হলেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী তাঁর ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সুমন আহাম্মেদ ভূঁইয়া বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মৌখিক নির্দেশ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, বাবার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত থাকার বিষয়টি উল্লেখ করে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন সুমন ভূঁইয়া।
আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী বলেন, ‘আমি সুমন ভূঁইয়ার অব্যাহতিপত্র পেয়েছি, কিন্তু দল থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি নির্বাচন করেন, দল তো সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে। অব্যাহতি চাওয়ার পর তা মঞ্জুর না করে সরাসরি বহিষ্কারের বিষয়ে পনিরুজ্জামান তরুণ বলেন, ‘তিনি (সুমন ভূঁইয়া) অব্যাহতির আবেদন করেছিলেন কি না তা আমার জানা নেই। আমার কাছে কোনো কপি তো দেননি। খোঁজ নিয়ে দেখব বিষয়টি।’

অব্যাহতি চেয়ে বহিষ্কৃত হলেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী তাঁর ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সুমন আহাম্মেদ ভূঁইয়া বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মৌখিক নির্দেশ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, বাবার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত থাকার বিষয়টি উল্লেখ করে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন সুমন ভূঁইয়া।
আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী বলেন, ‘আমি সুমন ভূঁইয়ার অব্যাহতিপত্র পেয়েছি, কিন্তু দল থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি নির্বাচন করেন, দল তো সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে। অব্যাহতি চাওয়ার পর তা মঞ্জুর না করে সরাসরি বহিষ্কারের বিষয়ে পনিরুজ্জামান তরুণ বলেন, ‘তিনি (সুমন ভূঁইয়া) অব্যাহতির আবেদন করেছিলেন কি না তা আমার জানা নেই। আমার কাছে কোনো কপি তো দেননি। খোঁজ নিয়ে দেখব বিষয়টি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে