নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে নূর হোসেন (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এসআই খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নূর হোসেন দেবই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় পারটেক্স বোর্ড কারখানায় কাজ করতেন। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে নামাজ পড়তে বেরিয়ে যাওয়ার পর নূর হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তিনি ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলেন।
রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে নূর হোসেন (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এসআই খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নূর হোসেন দেবই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় পারটেক্স বোর্ড কারখানায় কাজ করতেন। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে নামাজ পড়তে বেরিয়ে যাওয়ার পর নূর হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তিনি ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলেন।
রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে