টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’
মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে