নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবির হোসেন হত্যা মামলায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া বাকি সকলেই পলাতক ছিলেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার মনির হোসেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার কাজল মিয়া, লাল খা এলাকার জুয়েল, কোতয়ালের বাগ এলাকার নুরুল ইসলাম, বরগুনা জেলার মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার লিটন। সাত আসামির মধ্যে কেবল সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেছে আদালত।
একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘ফতুল্লা থানার একটি হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময়ে সালেহা বেগম ছাড়া সকলেই পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত সালেহাকে কারাগারে পাঠানো হয়েছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবির হোসেন হত্যা মামলায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া বাকি সকলেই পলাতক ছিলেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার মনির হোসেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার কাজল মিয়া, লাল খা এলাকার জুয়েল, কোতয়ালের বাগ এলাকার নুরুল ইসলাম, বরগুনা জেলার মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার লিটন। সাত আসামির মধ্যে কেবল সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেছে আদালত।
একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘ফতুল্লা থানার একটি হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময়ে সালেহা বেগম ছাড়া সকলেই পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত সালেহাকে কারাগারে পাঠানো হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে